হোঁচট খেল আরামবাগ

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ। ঈদের পর আজ থেকে এই লিগ পুনরায় শুরু হয়েছে। আগের ছয় রাউন্ডের ছয় ম্যাচই জিতেছিল ঐতিহ্যবাহী আরামবাগ। আজ সপ্তম রাউন্ডে প্রথম হারের তেতো স্বাদ পেয়েছে ক্লাবটি।

বসুন্ধরা কিংস অ্যারেনা অনুশীলন গ্রাউন্ডে পিডব্লিউডির কাছে ২-০ গোলে হেরেছে আরামবাগ ক্রীড়া সংঘ। ম্যাচের দুই অর্ধে জয়ী দল একটি করে গোল করে। ৩৯ মিনিটে শরীফ ও ৮০ মিনিটে করিম স্বাধীন পেনাল্টি থেকে আরেকটি গোল করেন। এই জয়ে পয়েন্ট টেবিলে পিডব্লিউডি আরামবাগের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। সাত ম্যাচে আরামবাগের পয়েন্ট ১৮। সমান সংখ্যক ম্যাচে পিডব্লিউডির পয়েন্ট ১৬।

চ্যাম্পিয়নশিপ লিগের শীর্ষ দুই দল প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাবে। সাত ম্যাচে বাফুফের এলিট একাডেমি ও ঢাকা রেঞ্জার্সের সমান ১১ পয়েন্ট। এলিট একাডেমির অবনমন ও উন্নয়ন নেই। তারা শীর্ষ দুইয়ের মধ্যে থাকলে তৃতীয় স্থানে থাকা দল প্রিমিয়ারে সুযোগ পাবে।

ছয় রাউন্ড পর্যন্ত দুই পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ছিল উত্তর বারিধারা। আজ লিটল ফ্রেন্ডসকে ১-০ গোলে হারিয়ে পাচ পয়েন্ট নিয়ে ফরাশগঞ্জের সঙ্গে যৌথভাবে অষ্টম স্থানে আছে। দেশের সবচেয়ে প্রাচীন ক্লাব ওয়ারী এখন ৪ পয়েন্টে সবার নিচে। যদিও তারা একটি ম্যাচ কম খেলেছে।

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের ক্লাব নোফেল স্পোর্টিং দলবদলে অংশ নেয়নি। ১০ দলের লিগেও লিগ কমিটি দুই দল অবনমনের সিদ্ধান্ত নিয়েছে। বাফুফের বাইলজ অবশ্য কাগজে-কলমেই। ক্লাবের আবদার ও নানা প্রভাবে সেটা বাস্তবায়ন হয় কদাচিৎ।

এজেড/এইচজেএস