এমি মার্টিনেজদের জন্য আসছে কঠোর নিয়ম

প্রতিনিয়ত নিত্য-নতুন নিয়মে সমৃদ্ধ হচ্ছে বিশ্ব ক্রীড়াঙ্গন। অবশ্য সব নিয়ম আবার একইরকম গ্রহণযোগ্যতা পায় না। কিছু কিছু নিয়ম খেলোয়াড়দের অতিরিক্ত বাধা-ধরা পরিস্থিতিতেও ফেলে দেয়। এমি মার্টিনেজ, ম্যানুয়েল নয়্যার কিংবা থিবো কোর্তোয়াদের মতো গোলরক্ষকদের জন্য তেমনই একটি কঠোর নিয়মের অনুমোদন দিয়েছে দ্য ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। তারা ৮ সেকেন্ডের বেশি সময় নিজের কাছে বল আটকে রাখলে প্রতিপক্ষ দলকে কর্নার দেওয়া হবে।
আজ (শনিবার) আইএফএবি এক বিবৃতিতে নতুন এই নিয়মের কথা জানিয়েছে। নতুন নীতিমালার ১২.২ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে– যদি কোনো গোলরক্ষক আট সেকেন্ডের বেশি বল কব্জায় রাখেন, তাহলে প্রতিপক্ষ দল পরোক্ষ ফ্রি-কিকের পরিবর্তে কর্নার করার সুযোগ পাবে। গত বছরের ডিসেম্বর থেকেই ‘টাইম-ওয়েস্টিং রুল’ নামে নতুন এই নিয়ম নিয়ে কাজ করছিল আইএফএবি। এ ছাড়া আরও বেশ কয়েকটি নতুন নিয়ম ও বিদ্যমান নীতিমালায় সংশোধন এনেছে সংস্থাটি। যা ২০২৫-২৬ মৌসুম থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড ৩.১০ নীতিমালার অধীনে শুধুমাত্র অধিনায়কদেরই রেফারির সঙ্গে কথা বলার অধিকার দিতে যাচ্ছে। সংস্থাটির বিবৃতিতে বলা হয়, ‘উভয়পক্ষের মধ্যে সম্মান ও ম্যাচের স্বচ্ছতা বজায় রেখে অধিনায়ক ও রেফারি পরস্পরের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবেন।’
— The IFAB (@TheIFAB) March 1, 2025
পরিবর্তন আনা হয়েছে ৮.২ আইনেও, যেখানে ড্রপ বলের নিয়মেও। সাধারণত রেফারি কোনো কারণে খেলা থামানোর পর পুনরায় খেলা শুরুর নির্দেশ দিতে ড্রপ বলের ব্যবহার করে থাকেন। নতুন নিয়ম অনুযায়ী– পেনাল্টি বক্সের বাইরে যেখানে খেলা থামানো হবে এবং ওই সময় যে দলের নিয়ন্ত্রণে বল ছিল, তাদের সামনেই বল ড্রপ করা হবে। আর যদি রেফারি খেলা থামার আগমুহূর্তে কাদের নিয়ন্ত্রণে বল ছিল সেটি নিশ্চিত না হন, তাহলে শেষবার বল স্পর্শ করা দলের হাতে বলটি তুলে দেওয়া হবে।
আরও পড়ুন
৯.২ নীতিমালায় কিছু সংযোজন আনা হয়েছে। যদি কোনো দল, বদলি হওয়া ফুটবলার কিংবা সাময়িক সময়ের জন্য বাইরে যাওয়া খেলোয়াড়ের কেউ বল স্পর্শ করে, এটি অযাচিত উদ্দেশ্য হিসেবে গণ্য হবে। ফলে তার বিরুদ্ধে শৃঙ্খলাজনিত পদক্ষেপ না নেওয়া হলেও, প্রতিপক্ষ দল একটি ফ্রি-কিক উপহার পাবে। এ ছাড়া ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর প্রযুক্তি নিয়মেও পরিবর্তন এসেছে। ভিএআর প্রযুক্তি ব্যবহার করে কোনো জটিল সিদ্ধান্ত নেয়ার পর মাঠেই সেটির ব্যাখ্যা দেওয়ার সুযোগ থাকবে রেফারির কাছে।
এসব নিয়ম কার্যকর হবে ফিফা ক্লাব বিশ্বকাপের ২০২৫ আসর থেকে। যা যুক্তরাষ্ট্রে আগামী ১৪ জুন থেকে শুরু হবে।
এএইচএস