জেফার রহমান ও জামাল ভূঁইয়া/ফাইল ছবি

কাতার সফরের আগের দিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক ছবি নিয়ে তোলপাড় ফুটবলাঙ্গন। যে ছবিতে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে ছিলেন গায়িকা জেফার রহমান। জামাল গতকাল দেশ ছাড়ার আগে জানিয়ে গেছেন, ‘এটি ঈদের সময় তোলা। গতকালের ( বৃহস্পতিবার) নয়।’  

গায়িকা জেফারও তাই বললেন ঢাকা পোস্টকে, ‘আসলে ছবিটি ঈদের দিনের। পোস্ট করেছি এই বৃহস্পতিবার।’ ছবিটির দিনক্ষণ না লেখায় ফুটবলপ্রেমীদের মধ্যে সংশয় তৈরি হয়েছিল জামাল কি কাতার যাওয়ার আগের দিন ক্যাম্পের বাইরে ছিলেন?  বিষয়টি আরও পরিষ্কার করেছেন জেফার, ‘আমরা যারা সেলিব্রিটি তারা অনেকেই ছবি তাত্ক্ষণিক পোস্ট করি না। ছবিটি ছিল রোজার ঈদের সময়ের। মোবাইলে ছিল অনেক দিন হঠাৎ মনে হলো তাই বৃহস্পতিবার পোস্ট করেছিলাম।’

যে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন জেফার/ফেসবুক

বৃহস্পতিবার রাতে পোস্ট হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা। শুক্রবার সকালের দিকে ছবি সরিয়ে নেন জেফার। ছবি সরানোর কারণ সম্পর্কে বলেন, ‘আমার ঘনিষ্ঠ কয়েকজন বলছিল এটা নিয়ে আলোচনা হচ্ছে। আমার এ ছবির জন্য জামালকে নিয়ে সমালোচনা হোক সেটা চাই না৷ এজন্য ছবি সরিয়ে নিয়েছি।  আমরা দুই জনই সেলিব্রিটি হওয়ায় আলোচনাটা বেশি হয়েছে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের ধারণা ছিল জামাল কারো জন্মদিন উদযাপন করছেন। তবে জামাল ও জেফার দুই জনই জানিয়েছেন, ‘জন্মদিন নয়, আমরা বন্ধুরা বাসায় একসাথে হয়েছিলাম রোজার ঈদের সময়।’

জামাল ডেনমার্ক প্রবাসী হলেও গত কয়েক বছর দেশেই বেশি সময় কাটাচ্ছেন। বাংলাদেশেও তার অনেক বন্ধু হয়েছে। জেফারের কাজিনের সঙ্গেও রয়েছে জামালের বন্ধুত্ব।

এজেড/এটি