ভাইরাল হওয়া সেই ছবিতে জামাল ভুঁইয়া/ফেসবুক

জাতীয় ফুটবল দলের অনুশীলন ম্যাচ নিয়ে বাফুফেকে খানিকটা কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন অধিনায়ক জামাল ভুইয়া। অধিনায়কের এমন মন্তব্যে নাখোশ বাফুফে। ওই মন্তব্যের পর থেকে ইতোমধ্যে বাফুফের খানিকটা বাড়তি নজরের মধ্যে রয়েছেন জাতীয় দলের অধিনায়ক । এর মধ্যে  আবার সামাজিক যোগাযোগ মাধ্যমের এক ছবি জামালকে আবারো প্রশ্নের মুখোমুখি দাড় করিয়েছে। 

এক সঙ্গীত শিল্পী জামালের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেছে গতকাল। সাথে একটি ক্ষুদ্র ভিডিও রয়েছে। যেখানে দেখা গেছে জামাল কয়েকজনের সঙ্গে খোশ মেজাজে আছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে যাওয়া ছবিটি জন্মদিন উদযাপনেরই ধারণা করা হচ্ছে। 

কাতার সফরে যাওয়ার আগের দিন রাতে এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ায় বড় ধরনের প্রশ্নের সৃষ্টি হয়েছে।  জামাল অবশ্য হাসিমুখেই এ প্রশ্নের উত্তর দিয়েছেন, ' এটা ঈদের সময়। এক পারিবারিক অনুষ্ঠানের '। 

জাতীয় দলের ক্যাম্পে থাকা ফুটবলাররা বাইরে যেতে হলে ম্যানেজারের অনুমতি প্রয়োজন। ম্যানেজার জামালকে গতকাল বা ক্যাম্প চলাকালীন সময়ে অনুমতি দিয়েছিলেন কিনা জানা যায়নি কাতার সফরে ফ্লাইটে থাকায়। তবে বাফুফে বিষয়টি গুরুত্বের সঙ্গেই নিয়েছে। ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এই প্রসঙ্গে বলেন, ' বিষয়টি আমাদেরও দৃষ্টিগোচর হয়েছে। আমরা হোটেল কতৃপক্ষের সঙ্গে কথা বলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করব। ' 

ঈদের সময়ের ছবি এত দিন পরে আপলোড হবে কেন এটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ঈদের সময়ে জাতীয় ফুটবলাররা ছুটি পেলেও ঈদের তৃতীয় দিন থেকেই ক্যাম্প শুরু হয়েছে। করোনা মহামারির সময়ে ক্যাম্প শুরু হওয়ার মাত্র এক/দুই দিন আগে এমন অনুষ্ঠানে জাতীয় দলের অধিনায়ক হিসেবে যাওয়া কতটুকু সমীচীন সেটাও প্রশ্ন। কাতারে বিশ্বকাপ বাছাইয়ের আগে  ফুটবলপ্রেমীদের এমন প্রশ্নের মুখোমুখি হওয়া জামাল ও বাফুফে কোনো পক্ষের জন্যই শুভকর নয়। এর প্রভাব কাতারে পড়বে না তো! 

এজেড/