গোল খরার মধ্যেও দুই ফরোয়ার্ড ছাড়াই যাচ্ছে বাংলাদেশ
জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতিতে নানা প্রতিবন্ধকতা চলছে। ইনজুরির জন্য ক্যাম্পেই আসেননি ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ, একই সমস্যায় ক্যাম্প ছেড়েছেন দুই সিনিয়র ফুটবলার গোলরক্ষক রানা ও উইঙ্গার সাদ উদ্দিন।
এবার করোনা জটিলতায় দলের সঙ্গে যেতে পারছেন না আরও দুই ফরোয়ার্ড ইব্রাহিম ও মাহবুবুর রহমান সুফিল। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন।
বিজ্ঞাপন
তিনি বলেন,‘ ইব্রাহিম ও সুফিল আগামীকাল যাচ্ছে না। তারা পরে যাবে।’ করোনা পজিটিভ হওয়ায় জাতীয় দল সৌদি যাওয়ার সময় ইব্রাহিম ছিলেন না তালিকায়।
তার ২৮ মে রওনা হওয়ার কথা ছিল। এখনো সুস্থ না হওয়ায় তিনি যেতে পারছেন না। সুফিলও করোনায় আক্রান্ত। তবে এএফসির গাইডলাইনের জন্য বাফুফে সেটা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। নেগেটিভ রিপোর্ট ও সুস্থ হলে তাদের কাতার যাওয়ার কথা।
জাতীয় দলের ব্রিটিশ কোচ জেমি ডের বড় সমস্যা স্কোরিং। ফরোয়ার্ড লাইনে নেই সাদ উদ্দিন। সুফিল ও ইব্রাহিমও আপাতত নেই। ফলে স্কোরিংয়ের শঙ্কা নিয়েই কাতার যাচ্ছেন তিনি।
এজেড/এমএইচ/ওএফ