বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান হলেও আজ (বুধবার) জাতীয় দল ইস্যুতেই বেশি কথা বলতে হয়েছে বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদিকে। দক্ষিণ এশিয়ার অন্যরা যখন বড় বড় দেশগুলোর বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলছে। তখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পরিকল্পনায় ছিল দেশের বাইরে গিয়ে কোনো ক্লাবের বিরুদ্ধে খেলা। 

জাতীয় দলের বিরুদ্ধে না খেলে কেন ক্লাবের মধ্যেই ঘুরপাক খায় বাফুফে? জাতীয় দল কমিটির চেয়ারম্যান না হলেও ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি হিসেবে এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল সালাম মুর্শেদীকে। এর উত্তরে ফেডারেশনের দ্বিতীয় শীর্ষ কর্তা বলেন, ‘জাতীয় দলের চেয়ে ক্লাবের বিরুদ্ধে খেলাই ভালো। ক্লাবগুলো সব সময় প্রস্তুত থাকে। অনেক ক্লাব দল জাতীয় দলের তুলনায় কোনো অংশে কম শক্তিশালী নয়।’

আগামীকাল বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলবে জাতীয় ফুটবল দল। কাতার সফরের আগে এই ম্যাচ নিয়ে বাড়তি সতর্কতায় বাফুফে। শেখ জামালের ফুটবলার এবং রেফারি সহ সংশ্লিষ্ট সবাই করোনা নেগেটিভ রিপোর্ট নিয়েই খেলবে।

জাতীয় দলের ব্রিটিশ হেড কোচ জেমি ডে ও অধিনায়ক জামাল ভূঁইয়া দেশের বাইরে গিয়ে অনুশীলন ম্যাচ না খেলতে পারায় হতাশা প্রকাশ করেছেন। দেশের বাইরে দল পাঠাতে না পারা এবং কোচ, ফুটবলারদের হতাশা প্রসঙ্গে সালাম মুর্শেদি বলেন, ‘করোনা পরিস্থিতির জন্য সারা বিশ্বেই নানা বিধিনিষেধ আসছে। বিশেষ পরিস্থিতির জন্য আমাদের দল বাইরে যেতে পারেনি। ফেডারেশনের চেষ্টার কোনো কমতি ছিল না।’

সাবেক ফুটবলার হিসেবে তিনি মনে করেন জাতীয় দলের অনুশীলন ও প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই, ‘আমাদের বর্তমান আবহাওয়ার সাথে কাতারের অনেকটা মিল রয়েছে। হোটেল, সুযোগ সুবিধা মিলিয়ে সঠিক পথেই রয়েছে আমাদের জাতীয় দল।’

এজেড/এমএইচ