অনুশীলনে কোচ জেমি ডের অধীনে ব্যস্ত সময় কাটছে ফুটবল দলের/বাফুফে

জাতীয় দলের সাবেক ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ প্রায়ই ক্লোজড অনুশীলন করতেন। সাংবাদিকেরা প্র্যাকটিস কাভার করতে পারতেন না। আজ জাতীয় ফুটবল দলের অনুশীলনে ক্রুইফের ফর্মুলা ফিরিয়ে আনলেন জেমি। আজ অনুশীলনে প্রথম কয়েক মিনিট মিডিয়া ছবি ও ভিডিও করলেও কিছুক্ষণ পর কোচ ক্যামেরা বন্ধ করার নির্দেশ দেন। ক্রুইফ সাংবাদিকদের অনুশীলনও দেখতে দিতেন না। জেমি অবশ্য সেই দিকে হাঁটেননি। সাংবাদিকদের অনুশীলন দেখার সুযোগ দিলেও শুধু ধারণ করার বারণ করেন। 

জেমি ডে দেশের মধ্যে সাধারণত ক্লোজড ডোর বা এ রকম সেশন করেন না। তাই মিডিয়ার কৌতুহল ছিল বেশি। অনুশীলন শেষে মিডফিল্ডার বিপলু আহমেদকে শুরুতেই গোপনীয়তার কারণ সম্পর্কে জিজ্ঞেস করা হয়। তরুণ এই মিডফিল্ডারের ধারণা, ‘ওয়ার্ম আপের পর কোচ অ্যাটাক ও কি ফরমেশন নিয়ে খেলব এটা নিয়ে কাজ করেছে। এজন্যই হয়তো ক্যামেরা বন্ধ করতে বলেছে।’

২৪ মে সৌদি যাওয়ার কথা ছিল জাতীয় ফুটবল দলের। ২৩ তারিখ রাতে ব্যাগ গুছিয়ে ঘুমিয়েছিলেন ফুটবলার। ঘুম থেকে উঠেই শোনেন দুঃসংবাদ, ‘ঘুম থেকে উঠেই মেসেজ দেখি যে সৌদি যাওয়া হচ্ছে না। মানসিকভাবে খারাপ তো লাগেই।’ 

চলমান সময়ে করোনার জন্য বিধি নিষেধ অনেক। জাতীয় দলের দুই জন ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছেন। ক্যাম্পে ফুটবলারদের জীবনযাত্রা নিয়ে তিনি বলেন, ‘আমরা শৃঙ্খলার মধ্যেই রয়েছি। নিদিষ্ট সময় ডাইনিং, সুইমিং জিমে যাচ্ছি। স্বাস্থ্য বিধি অনুসরণ করা হচ্ছে পুরোপুরি।’ স্বাস্থ্য বিধি মানা হলেও জাতীয় দলের ক্যাম্পে করোনা পজিটিভ হয় কিভাবে প্রশ্ন থেকেই যায়। বাফুফে জাতীয় দলের করোনা নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করবে না এখন থেকে। কারণ হিসেবে দেখিয়েছে এএফসির নিষেধাজ্ঞা। 

এজেড/এটি