ভিনিসিয়ুসের মেজাজ হারানো এবং লাল কার্ড কাণ্ডের কথা এতক্ষণে ফুটবল ভক্ত হিসেবে আপনার জেনে যাওয়ার কথা। শুক্রবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ২-১ গোলের জয়ে লাল কার্ড দেখায় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। ভ্যালেন্সিয়া গোলকিপার স্তোল দিমিত্রিয়েভস্কির মাথায় হাত দিয়ে আঘাত করায় লিগে তাকে এ শাস্তি দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।

শাস্তি অনুযায়ী, স্প্যানিশ লিগের ম্যাচে লাস পালমাস ও রিয়াল ভায়োদোলিদের বিপক্ষে রিয়ালের পরবর্তী দুটি লিগ ম্যাচে খেলতে পারবেন না ভিনিসিয়ুস। রিয়াল মাদ্রিদ অবশ্য এই শাস্তির বিপক্ষে আপিল করবে। যেন লাল কার্ড প্রত্যাহার করা হয়। আর এতে শাস্তি কমে শূন্যেও নেমে আসতে পারে। ভিনিসিয়ুসের সরাসরি লাল কার্ড দেখার পেছনে অবশ্য ভ্যালেন্সিয়া গোলরক্ষক দিমিত্রিয়েভস্কির উসকানি ছিল। মেসিডোনিয়ান এই গোলকিপার পেছন থেকে ভিনির চুল টেনে ধরেছিলেন। আর তারপরেই দিমিত্রিয়েভস্কির মুখে আঘাত করে বসেন ভিনি। এতেই দুই ম্যাচের শাস্তি হলো তার। 

কিন্তু বিতর্ক উসকে দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের আইন। আরএফইএফ ডিসিপ্লিনারি কোডের ১০৩ নম্বর অনুচ্ছেদের অধীন দোষী সাব্যস্ত হলে ভিনিসিয়ুসকে সর্বোচ্চ চার ম্যাচও নিষিদ্ধ করা হতে পারে। একই অপরাধে চার ম্যাচ নিষিদ্ধের নজিরও আছে এরআগে। সে হিসাবে কম মাত্রার শাস্তিই পেলেন ভিনি।

দেশটির সংবাদমাধ্যম ‘এল মুন্দো দেপোর্তিভো’র দাবি, ভিনির ক্ষেত্রে আরএফইএফ লঘু শাস্তিই দিয়েছে।  সংবাদমাধ্যমটি তিনটি উদাহরণ টেনে ভিনিসিয়ুসের শাস্তির সঙ্গে ঘটনাগুলোর তুলনা দিয়েছে।

ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ভিয়ারিয়াল-লেগানেস ম্যাচে দুই হাত দিয়ে ভিয়ারিয়ালের ইয়েরেমি পিনোর ঘাড় ধরে তাঁকে ফেলে দিয়েছিলেন লেগানেসের অ্যাটাকিং মিডফিল্ডার অস্কার রদ্রিগেজ। এ ঘটনায় অস্কারকে তখন চার ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল।

বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের রিয়াল বেতিসের বিপক্ষে টাচলাইনে দাঁড়িয়ে লাল কার্ড দেখেন ফ্লিক। নিজের টেকনিক্যাল জায়গা থেকে বের হয়ে আসা, চিৎকার করা এবং বাজে অঙ্গভঙ্গির জন্য তাঁকে লাল কার্ড দেওয়া হয়েছে। এ ঘটনায় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন ফ্লিক। সে তুলনায় ভিনিসিয়ুসের ঘটনাটি আরও মারাত্মক। কিন্তু তাকে একই শাস্তি দেওয়া হয়েছে।

২০২২ সালের নভেম্বরে মাঠ ছাড়ার সময় দুবার রেফারির সিদ্ধান্ত মেনে না নেওয়াসূচক ইঙ্গিত করে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন বার্সেলোনারই রবার্ট লেভানডফস্কি। নাকের ওপর আঙুল রেখে বুড়ো আঙুল দিয়ে ইঙ্গিত করেছেন রেফারির প্রতি। শুধু এই আঙুলের ইশারায় ৩ ম্যাচ নিষিদ্ধের তুলনায় কম শাস্তিই পেয়েছেন ভিনিসিয়ুস। 

এল মুন্দো দেপোর্তিভোর এই প্রতিবেদনের ফলাফল অবশ্য কি হবে তা এখন পর্যন্ত জানা নেই। তবে নিজেদের পরের ম্যাচে ঠিকই ভিনিকে পাচ্ছে রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার রাতে সৌদি আরবের রিয়াদে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে মায়োর্কার মুখোমুখি তারা। 

জেএ