নতুন বছরে কিংসের বড় জয়
২০২৪ সাল বসুন্ধরা কিংসের জন্য মিশ্র অনুভূতির। ওই বছর প্রথমবারের মতো ঘরোয়া ফুটবলে ট্রেবল জিতেছিল ক্লাবটি। তবে বছরের শেষদিকে কিংস হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছিল। এরপর নতুন বছরের শুরুটা হয়েছে বেশ রাজসিক। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে আজ (শুক্রবার) ময়মনসিংহে ৫-০ গোলে পুলিশকে হারিয়েছে কিংস।
ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ম্যাচটিতে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ফার্নান্দেজ, মজিবর রহমান জনি ও রাকিব হোসেন, এ ছাড়া মিগেল ফেরেইরা এক গোল করেন। এ নিয়ে দুই ম্যাচ পর লিগে জয়ের দেখা পেল কিংস। ছয় ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে তারা আছে পঞ্চম স্থানে। টানা তিন ম্যাচ হারা পুলিশের পয়েন্ট ৬।
বিজ্ঞাপন
এদিন ম্যাচের মাত্র দশম মিনিটেই এগিয়ে যায় কিংস। ফয়সাল আহমেদ ফাহিমের লম্বা আড়াআড়ি ক্রসে ফার্নান্দেজ দারুণ প্লেসিংয়ে গোল করেন। ১৩ মিনিটে ইসা ইজহারের লম্বা পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নেন জনি। পরে বুলেট গতির কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন এই মিডফিল্ডার। ৩৭ মিনিটে ফাহিমের শট গোলরক্ষক প্রথম দফায় প্রতিহত করলেও পরের দফায় নাগালে পাননি। ফার্নান্দেজ ফিরতি বল ধরে জালে জড়ান।
দ্বিতীয়ার্ধের শুরুতে আরও এক গোল করে কিংস। জনি আড়াআড়ি ক্রস বাড়ান বক্সে। সেখান থেকে দারুণ দক্ষতায় রাকিব গোল করেন। ৭৪ মিনিটে আল-আমিনের স্পট কিক ঝাঁপিয়ে আটকে ক্লিনশিট ধরে রাখেন কিংস গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ। শেষদিকে মোহাম্মদ রফিককে ফাউল করে সরাসরি লালকার্ড দেখেন পুলিশের প্যারাগুইয়ান ফুটবলার মোরেনো গুইতো। এরপর দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে ব্রাজিলিয়ান মিগেল গোল করলে কিংস ৫-০ গোলের বড় জয় পায়।
এজেড/এএইচএস