মোহামেডানের নিয়মিত অধিনায়ক মালির সুলেমান দিয়াবাতে। চলমান মৌসুমে মোহামেডানের কয়েকটি ম্যাচে জয়ের নায়কও তিনি। আজ (শুক্রবার) ইনজুরির জন্য দলে ছিলেন না। এরপরও মোহামেডান জয়রথ অব্যাহত রেখেছে।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান ১-০ গোলে হারায় ফর্টিজ এফসিকে। ১৭ মিনিটে ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন নাইজেরিয়ান এমানুয়েল সানডে। বাম দিক থেকে আর্নেস্ট বোয়াটেংয়ের বাড়ানো আড়াআড়ি ক্রস ফর্টিজের ডিফেন্স ভেদে যায় সানডের কাছে। তিনি প্লেসিং শটে বল জালে জড়ান। 

পাঁচ ম্যাচই জিতে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষস্থান আরও মজবুত হলো মোহামেডানের। আবাহনী, কিংস ও ফর্টিজকে হারানোয় মোহামেডানের প্রথম লেগে রহমতগঞ্জ ছাড়া তেমন কোনো শক্তিশালী প্রতিপক্ষ নেই। পাঁচ ম্যাচে ফর্টিজের পয়েন্ট ৫।

ম্যাচের ৪০ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ মিস করে মোহামেডান। মোজাফ্ফরভের ক্রসে বোয়াটেংয়ের শট ক্রসবারের বাইরে যায়। ৬৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার আরেকটি সুযোগ নষ্ট হয়। আরিফ হোসেন এক ডিফেন্ডারকে কাটিয়ে বল বাড়ান সানডেকে। জয়সূচক গোলদাতার শট এই যাত্রায় লক্ষভ্রষ্ট হয়। ফর্টিজের ওমর মোহামেডানের জালে বল জড়ান, কিন্তু এর আগেই সহকারী রেফারি অফসাইডের পতাকা তোলেন। এতে হার নিয়েই মাঠ ছাড়তে হয় ফর্টিজকে। 

এজেড/এএইচএস