ইউনাইটেড ছাড়ছেন রাশফোর্ড?
টানা তিন ম্যাচ ম্যানচেস্টার ইউনাইটেডের স্কোয়াডে জায়গা পাননি মার্কাস রাশফোর্ড। মূলত অফফর্মের কারণেই দলে জায়গা হারিয়েছেন এই ইংলিশ ফরোয়ার্ড এমনটাই জানিয়েছেন কোচ হুবেন আমুরি। তার মতে, ক্লাবের চাহিদামতো পারফর্ম করতে পারছেন না রাশফোর্ড।
ম্যানচেস্টার সিটি, টটেনহ্যাম হটস্পার ও বোর্নমাউথের বিপক্ষে ম্যাচে স্কোয়াডে ছিলেন না রাশফোর্ড। দলে অধারবাহিক হওয়ার পর ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন রাশফোর্ড। সিটির বিপক্ষে বাদ পড়ার পর এই ইংলিশ জানান, নতুন চ্যালেঞ্জ নিতেও প্রস্তুত আছেন তিনি।
বিজ্ঞাপন
তবে তার এমন মন্তব্যকে নেতিবাচক হিসেবে দেখছেন না কোচ। আমুরি বলেন, 'আমি প্রতিদিন তার সঙ্গে কথা বলি, সাক্ষাৎকার নিয়ে নয়, পারফরম্যান্স নিয়ে। এটা (তাকে বাদ দেওয়া) আমার সিদ্ধান্ত। সে খেলতে চায়। সে চেষ্টা করছে। এটা আমার সিদ্ধান্ত, শুধুই আমার। আমি আমার মতো করে কাজ করার চেষ্টা করছি। আমি জানি, যদি তা না করি, তাহলে নিজেকে হারিয়ে ফেলব। আর আমি নিজেকে হারাব না, জানি আমি কী করছি।'
সর্বশেষ টটেনহ্যাম ও বোর্নমাউথের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছে ইউনাইটেড। ঘুরে দাঁড়াতে আজ বৃহস্পতিবার উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে মাঠে নামবে তারা। এই ম্যাচে রাশফোর্ডের ফেরার সম্ভাবনা কিছুটা হলেও আছে।
কোচ বলেন, 'দলে যদি বড় প্রতিভা থাকে, এই মুহূর্তে সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য (আমাদের দরকার) বড় পারফরম্যান্স, বড় দায়িত্ব, বেশি নিবেদন। অন্য যেকোনো খেলোয়াড়ের মতো (আমরা চাই) সে যেন সেরা হতে পারে।'
এইচজেএস