বার্সাকে হারানোর পর অ্যাতলেটিকোর জন্য সুয়ারেজের ‘বিশেষ উপহার’
বার্সেলোনা নিজেদের কিংবদন্তিদের সম্মান করতে জানে না– ফুটবল পাড়ায় এমন এক বিতর্কিত বাক্য প্রচলিত আছে অনেকটা দিন ধরেই। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, স্যামুয়েল ইতো, রোনালদিনহো, রিভালদোর মতো অনেকেই বার্সেলোনা থেকে বিদায় নিয়েছেন তিক্ত অভিজ্ঞতা নিয়ে। অবশ্য এর বিপরীতে জাভি হার্নান্দেজ, কার্লোস পুয়োল কিংবা আন্দ্রেস ইনিয়েস্তারা পেয়েছিলেন বর্ণাঢ্য বিদায়। কিন্তু যুক্তির বিপরীতে যুক্তি দিয়ে নিজেদের পক্ষে খুব বেশি কিছু বলার সুযোগ হয়ত থাকছে না বার্সেলোনার সামনে।
বিশেষ করে লুইস সুয়ারেজ যে নিজের সাবেক ক্লাব বার্সেলোনার ওপর বেজায় ক্ষিপ্ত তা বোঝা গিয়েছে তার কাণ্ডে। বার্সেলোনাকে ঘরের মাঠে হারানোর পর অ্যাতলেটিকো মাদ্রিদের প্রত্যেক খেলোয়াড়ের জন্য নিজের রেস্তোরাঁ ‘চাঁলিতো’ থেকে ডিনার পাঠিয়েছেন উরুগুয়ের সাবেক এই তারকা। সেটা নিয়ে টুইটার আর ইন্সটাগ্রামে বেশ শোরগোলও পড়েছে।
বিজ্ঞাপন
বার্সেলোনার হয়ে ৬ মৌসুম পার করা সুয়ারেজ খেলেছিলেন অ্যাতলেটিকোর জার্সিতেও। দুই মৌসুম খেলে জিতেছেন লিগ শিরোপাও। তবে সুয়ারেজকে মানুষ চেনে বার্সেলোনার একজন হিসেবে। কিন্তু ঘরের মাঠে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে বার্সা ২-১ গোলে হারের পর মাদ্রিদের ক্লাবটির হয়েই যেন উদযাপন করেছেন এল পিস্তোলেরো।
— Atletico Universe (@atletiuniverse) December 21, 2024
যদিও লুইস সুয়ারেজ তার নিজস্ব রেস্তোরাঁ থেকে এর আগেও দুই দলের ফুটবলারদেরই আপ্যায়নের ব্যবস্থা করেছেন। তবু বার্সার হারের দিনে এমন কিছু নিশ্চিতভাবেই উসকে দিয়েছে নানা প্রশ্ন।
চলতি মৌসুমে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ অনেকদিন ধরেই শীর্ষস্থানে যাওয়া নিয়ে ইঁদুর-বিড়াল দৌড় খেলা খেলছে। যদিও রিয়াল সেই সুযোগ হারিয়েছে বারবার। এরই মাঝে সুযোগমতো বার্সাকে হারিয়ে লা লিগার টেবিল টপার হয়ে গেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। মাদ্রিদের ক্লাবটি ঘরের মাঠে কাতালানদের ১৮ মাস পর হারের স্বাদ দিয়েছে। নাটকীয় ম্যাচের ফল বদলে গেছে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে।
আরও পড়ুন
ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের পথে, শেষ বাঁশি বাজানোর আগমুহূর্তে আলেক্সান্ডার সোরলথ অ্যাতলেটিকোকে ২-১ গোলে জয়ের আনন্দে ভাসান। যদিও পেদ্রির গোলে ৩০ মিনিটেই লিড নিয়েছিল বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে রদ্রিগো ডি পল অ্যাতলেটিকোকে সমতায় ফেরান। কিন্তু ৯৬ মিনিটের সেই গোলে আরও একবার হারের মুখ দেখে বার্সা।
জেএ