বাংলাদেশের হয়ে যা বললেন হামজা, উচ্ছ্বসিত বাফুফে সভাপতি
হামজার আজকের ইন্সট্রাগ্রামের পোস্ট থেকেই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে ছিল আলোচনা। এর কয়েক ঘণ্টা পরই সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে হামজা চৌধুরি বাংলাদেশের হয়ে খেলার ঘোষণা দিয়েছেন। বাফুফেও ফিফার আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। ফলে এখন হামজা চৌধুরির বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা নেই।
হামজা চৌধুরির ছোট্ট একটি ভিডিও বাফুফে ফেসবুক পেজে পোস্ট করেছে। সেখানে হামজা বলেন, 'সবাইকে হায়, আমি হামজা অত্যন্ত আনন্দিত সব কিছু (বাংলাদেশের হয়ে খেলার প্রক্রিয়া) ঠিক মতোই হয়েছে। বাংলাদেশের হয়ে খেলার জন্য আর তর সইছে না। আশা করছি সবার সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে।’
বিজ্ঞাপন
ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা একজন ফুটবলার বাংলাদেশের হয়ে খেলবেন। বাংলাদেশের ফুটবলের জন্য যা অত্যন্ত ইতিবাচক। বাফুফে হাজমাকে খেলানোর জন্য প্রায় এক বছর ধরে কাজ করছে। অবশেষে সফলতা এসেছে। বাফুফের আগের কমিটি প্রক্রিয়া শুরু করলেও নতুন সভাপতি তাবিথ আউয়ালের সময় ফলাফল এসেছে। হামজার বাংলাদেশে খেলা প্রসঙ্গে বাফুফে সভাপতি বলেন, 'এটা বাংলাদেশের ফুটবলের জন্য অত্যন্ত দারুণ সংবাদ। হামজার মতো একজন ফুটবলার বাংলাদেশের হয়ে খেলবে। এই প্রক্রিয়ায় জড়িত সকলকে আমি ধন্যবাদ জানাই।
বিশ্ব জুড়েই জাতীয় ফুটবল দলে ফুটবলাররা সেই রকম অর্থ কড়ি পান না। দেশপ্রেম ও সম্মানের জন্যই খেলেন মূলত। এরপরও বিমান, হোটেল ও আনুষাঙ্গিক কিছু সুযোগ-সুবিধার বিষয়াদি থাকে। হামজার মতো ফুটবলারের সঙ্গে বাফুফের এই সংক্রান্ত আলাপ এখনো হয়নি বলে জানালেন সভাপতি তাবিথ আউয়াল, 'আজই মাত্র আমরা জানতে পারলাম সে বাংলাদেশের হয়ে খেলতে পারবে। এখনো এই সব বিষয়ে আলোচনা হয়নি। হয়তো কিছু বিষয় তার পক্ষ থেকে থাকতে পারে। আমরা অবশ্যই সেগুলো পূরণ করব।'
২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের ম্যাচ ভারতে। সেই ম্যাচ উপলক্ষ্যে বাংলাদেশের মাস খানেক ক্যাম্প হবে। সেই ক্যাম্পের শুরু থেকেই হামজাকে অবশ্য পাওয়া যাবে না। পেশাদার ফুটবলাররা ফিফা উইন্ডোতে ম্যাচের ৭২ ঘন্টা আগে ক্লাব থেকে ছুটি পান। ফলে হামজার সরাসরি ভারতে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে।
হামজা চৌধুরি ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে লেস্টার সিটিতে খেলেন। হামজার ক্লাবও সামাজিক মাধ্যমে বাংলাদেশের পতাকার ছবি দিয়ে পোস্ট করেছে।
এজেড/এইচজেএস