প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ। এর মধ্যেই চলছিল নারী ফুটবল লিগ। বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে টার্ফের মধ্যে কড়া রোদে খেলা আরও কঠিন। এই পরিস্থিতি বাফুফে মহিলা উইং নারী ফুটবল গরমের জন্য আপাতত স্থগিত করেছে। আগামীকাল কমলাপুর স্টেডিয়ামে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই ম্যাচটি দুইটি আগামীকাল হচ্ছে না। 

বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘প্রচণ্ড গরমে মেয়েদের খেলতে কষ্ট হচ্ছে। কালকের রাউন্ডের পর এমনিতেই সূচিতে বিরতি ছিল। গরমের জন্য আপাতত স্থগিত করা হয়েছে নারী ফুটবল লিগ।’ 

দুই তিন দিনের মধ্যেই সূচি দিয়ে ভেন্যু পরিবর্তন করে খেলা শুরু হওয়ার কথা জানান কিরণ, ‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এখন খেলা নেই। গরমের মধ্যে কমলাপুরে খেলা কঠিন এবং ফ্লাডলাইটেও সমস্যা। জাতীয় দল সকালে অনুশীলন করলে আমরা বিকেলে ও রাতে দুইটি করে এখানে ম্যাচ আয়োজন করতে পারি।’ দুয়েক দিনের মধ্যে নতুন সূচি করবে বাফুফে। 

এজেড/এমএইচ