রাতে ফিফা দ্য বেস্টের আয়োজন, বর্ষসেরার দৌড়ে এগিয়ে যারা
ব্যালন ডি’ অর না পেয়ে ক্ষোভ আর আক্ষেপে পুড়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। স্প্যানিশ লা লিগা আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরেও ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের প্রেস্টিজিয়াস পুরস্কার না পেয়ে বলেছিলেন, আরও ১০ গুণ হয়ে ফিরবেন তিনি। তার অপ্রাপ্তিতে আয়োজন বর্জন করেছিল পুরো রিয়াল মাদ্রিদ ক্লাব। আক্ষেপের সেই ক্ষতে প্রলেপ দেয়ার সুযোগ আজ ফিরছে ভিনিসিয়ুসের সামনে।
১৭ই ডিসেম্বর কাতারে আয়োজন করা হয়েছে ফিফা বর্ষসেরা পুরস্কারের আয়োজন ‘ফিফা দ্য বেস্ট ২০২৪’। যেখানে আরও একবার বর্ষসেরা ফুটবলরারের দৌড়ে আছে ভিনিসিয়ুস জুনিয়রের নামটা। তবে এখানেও তাকে শক্ত প্রতিদ্বন্দ্বীতার চ্যালেঞ্জ জানাচ্ছেন স্প্যানিশ ফুটবলার রদ্রি। ইংলিশ প্রিমিয়ার লিগ এবং ইউরোজয়ী এই মিডফিল্ডারই ভিনিকে সরিয়ে জিতেছিলেন ব্যালন ডি’ অরের শিরোপা।
বিজ্ঞাপন
ভিনিসিয়ুস এবং রদ্রি ছাড়াও এই তালিকায় আছেন আরও ৯ তারকা। ১১ জনের সংক্ষিপ্ত তালিকায় সবচেয়ে বড় বিস্ময়ের নাম লিওনেল মেসি। মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়ে খেলেছেন তুলনামূলক পিছিয়ে থাকা এক লিগ। সেখানে জিতেছেন কেবল সাপোর্টার্স শিল্ড। সঙ্গে অবশ্য জাতীয় দলের হয়ে কোপা আমেরিকার শিরোপা আছে তার নামের পাশে। যদিও বিগত বছরে আহামরি পারফরম্যান্স দেখা যায়নি মেসির কাছ থেকে।
এছাড়া সংক্ষিপ্ত তালিকায় আছেন রিয়ালের জুড বেলিংহ্যাম, রদ্রিগো, দানি কারভাহাল, ফেদেরিকো ভালভার্দে, টনি ক্রুস ও কিলিয়ান এমবাপে। এছাড়া আছেন ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড, বায়ার লেভারকুসেনের ফ্লোরিয়ান ভির্টজ ও বার্সেলোনার লামিনে ইয়ামাল।
ছেলেদের বর্ষসেরা খেলোয়াড়ের সঙ্গে আছে বর্ষসেরা নারী খেলোয়াড়, কোচ, গোলকিপার ও গোলের সংক্ষিপ্ত তালিকা দিয়েছে ফিফা। ঘোষণা করা হবে বর্ষসেরা একাদশও। থাকছে ফিফা ফ্যান অ্যাওয়ার্ডও। ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট সময়ের পারফরম্যান্স বিবেচনায় দেওয়া হবে এই পুরস্কার।
আরও পড়ুন
মূলত ফিফার প্রতিটি সদস্য দেশের অধিনায়ক, কোচ এবং সংবাদমাধ্যমের প্রতিনিধির ভোটে নির্বাচিত হয় এই পুরস্কারপ্রাপ্তদের। ৭৫ শতাংশ অবদান থাকে তাদের। বাকি ২৫ শতাংশ আসে দর্শকদের ভোটে। তবে সেরা গোল ও সেরা একাদশে সমর্থকদের ভোটের হার অর্ধেক।
বর্ষসেরা কোচের তালিকায় মনোনয়ন পেয়েছেন রিয়ালের কার্লো আনচেলত্তি, আর্জেন্টিনার লিওনেল স্কালোনি, স্পেনের লুই দে লা ফুয়েন্তে, ম্যানসিটির পেপ গার্দিওলা ও লেভারকুসেনের জাবি আলোনসো।
বর্ষসেরা নারীদের তালিকায় আছেন আইতানা বোনমাতি, বারব্রারা বান্দা, ক্যারোলিন গ্রাহাম, কিয়েরা ওয়ালশ, খাদিজা শ, লরেন হেম্প, লিন্ডসে হোরান, লুসি ব্রোঞ্জ, ম্যালোরি সোয়ানসন, ম্যারিওনা কালদান্তে, নাওমি জিরমা, ওনা ব্যাটলে, সালমা প্যারালুয়েলো, সোফিয়া স্মিথ, তাবিতহা চাওয়িঙ্গা এবং ট্রিনিটি রোডম্যান।
এদের মাঝে অবশ্য ছন্দে থাকা আইতানা বোনমাতিকেই সেরার সেরা হিসেবে দেখতে পাওয়ার সম্ভাবনা বেশি। স্পেন ও বার্সেলোনার এই ফুটবল তারকা বিগত কয়েকবছর ধরেই আছেন দুর্দান্ত ছন্দে। অন্যদিকে আগেরদিনই আফ্রিকান সেরা হওয়া বারব্রারা বান্দার দিকেও থাকবে আলাদা নজর।
জেএ