ফলাফলটা অনুমেয় ছিল। কদিন আগেই ব্যালন ডি’ অরের মঞ্চে আফ্রিকান খেলোয়াড়দের মাঝে সবার ছিল তার নামটা। ইতালিয়ান সিরিআ তে আতালান্টার হয়ে ছুটছেন দুরন্ত বেগে। আদেমোলো লুকমান নামটা এখন ফুটবলের বড় নামদের একটা। নাইজেরিয়ার এই তারকার হাতেই আফ্রিকার বর্ষসেরার পুরস্কার উঠবে এমনটা ভাবা কঠিন কিছু ছিল না। 

শেষ পর্যন্ত তাইই ঘটেছে। মরক্কোর তারকা আশরাফ হাকিমি, গিনির সেরহো গুইরাসিদের সরিয়ে আফ্রিকার সেরা হলেন এই আতালান্টা উইঙ্গার। বিগত মৌসুমে ৪৫ ম্যাচে ইতালিয়ান ক্লাবটির হয়ে করেছেন ১৭ গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন ১০ গোল। তার হ্যাটট্রিকের সুবাদেই ইউরোপা লিগের শিরোপা ঘরে তুলেছিল ইতালিয়ান ক্লাবটি। সেরা হিসেবে তাই তাকে বেছে নিতে সমস্যাই হয়নি জুরি বোর্ডের। 

জাতীয় দলের হয়েও লুকম্যান ছিলেন সমান উজ্জ্বল। নাইজেরিয়ার ইতিহাসে সপ্তম খেলোয়াড় হিসেবে জিতলেন মহাদেশীয় বর্ষসেরার খেতাব। নাম লিখিয়েছেন এনওয়ানকো কানু, ভিক্টর ওসিমেন, রাশিদি ইয়েকিনির মতো নামী তারকাদের সঙ্গে। একইদিনে জাম্বিয়া নারী দলের অধিনায়ক বারবারা বান্দা নির্বাচিত হন আফ্রিকার সেরা নারী খেলোয়াড় হিসেবে। 

লুকমান চলতি মৌসুমেও আছেন দারুণ ছন্দে। এই বছর এরইমাঝে লিগে করেছেন ১২ গোল। সবশেষ ম্যাচে তার গোলে এসি মিলানকে হারায় আতালান্টা। যার সুবাদে ক্লাব ইতিহাসেই টানা জয়ের নতুন রেকর্ড গড়েছিল বের্গামো শহরের প্রতিনিধিরা। 

রাতের অন্যান্য সম্মাননার মধ্যে সেরা গোলরক্ষক হয়েছেন দক্ষিণ আফ্রিকার রনওয়েন উইলিয়ামস। সেরা ক্লাব তারকাও হয়েছেন মামেলোদি সানডাউনের এই গোলরক্ষক। সেরা তরুণ হয়েছেন এএস মোনাকোতে খেলা সেনেগালিজ তরুণ লামিনে কামারা। সেরা কোচ আইভরি কোস্টের এমার্স ফেই, সেরা জাতীয় দল আইভরি কোস্ট এবং সেরা ক্লাব মিশরের আল-আহলি। 

জেএ