বিদেশিহীন আবাহনীর বিপক্ষে মোহামেডানের কষ্টার্জিত জয়
আবাহনী-মোহামেডানের সেই সোনালী দিন আর নেই। পত্রিকার পাতা, টিভির পর্দা কিংবা চায়ের আড্ডা কোথাও এখন সেভাবে আলোড়ন তোলে না দুই ঐতিহ্যবাহীর দ্বৈরথ। আজ (শনিবার) বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ডে কুমিল্লার শহীদ ধীরন্দ্রেনাথ দত্ত স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠের লড়াই অবশ্য বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হয়েছে। যেখানে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে মোহামেডান।
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে সর্বাধিক চ্যাম্পিয়ন দল ঢাকা আবাহনী। এবার ৫ আগস্ট পট পরিবর্তনের প্রভাবে আবাহনী খেলছে বিদেশি ছাড়াই। শুধু দেশি খেলোয়াড় দিয়ে আবাহনী লিগের প্রথম দুই ম্যাচ ও ফেডারেশন কাপ জয়ে শুরু করলেও আজ চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে হেরে গেছে। কাগজে-কলমে আবাহনী পিছিয়ে থাকলেও ভালোই লড়াই করেছে মোহামেডানের বিপক্ষে।
বিজ্ঞাপন
মোহামেডানের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন দলটির অধিনায়ক সুলেমান দিয়াবাতে। প্রথমার্ধের ইনজুরি সময়ে বাঁ প্রান্ত থেকে বক্সের ভেতর একটি ক্রস হয়। মালির দীর্ঘদেহী ফুটবলার দিয়াবাতে লাফিয়ে আবাহনীর ডিফেন্ডারকে পরাস্ত করে হেডে বল জালে জড়ান। গ্যালারিতে সাদা-কালো জার্সিধারী সমর্থকরা উল্লাসে মাতেন। মোহামেডানের হোম ভেন্যু কুমিল্লা। এর নেপথ্যের কারিগর প্রয়াত তারকা ফুটবলার ও সংগঠক বাদল রায়। আজ কুমিল্লা স্টেডিয়ামের গ্যালারিতেও ছিল বাদল রায়ের ছবি।
বিরতির পর আবাহনী খেলায় ফেরার চেষ্টা করে। বিদেশি ফুটবলার না থাকলেও আবাহনীতে দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছেন। মোহামেডানের বিপক্ষে সমতা আনার সর্বাত্মক চেষ্টা করেন তারা। বিশেষ করে খেলার শেষাংশে বেশ উত্তেজনার সৃষ্টি হয়। নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে আবাহনীর ফরোয়ার্ডের নেওয়া শট মোহামেডান ডিফেন্ডারের হাতে লাগে। আবাহনীর মাঠ ও ডাগআউটের খেলোয়াড়রা একযোগে পেনাল্টির দাবি জানান। যদিও রেফারির দৃষ্টিতে মোহামেডানের খেলোয়াড়ের অবস্থান বক্সের বাইরে ছিল।
ইনজুরি সময়ে আবাহনী মোহামেডানকে আরো চেপে ধরে। বক্সের মধ্যে দুর্দান্ত পাজিশনে বল পেয়েও আবাহনীর ফরোয়ার্ড বল পোস্টে রাখতে পারেননি। পোস্টে রাখতে পারলে আবাহনী ম্যাচে একটি পয়েন্ট পেত। সেই আক্রমণের কিছুক্ষণ পর আবাহনী অবশ্য মোহামেডানের জালে বল পাঠায়। বল গোল লাইন ক্রসের আগেই অফসাইডের পতাকা তোলেন সহকারী রেফারি। এতে আবাহনী বেশ জোরালো প্রতিবাদ করলেও পরিস্থিতি অস্বাভাবিক হয়নি। এরপর পুনরায় খেলা শুরু হতেই রেফারি সায়মন সানি ম্যাচ সমাপ্তির বাঁশি বাজান।
মোহামেডান গত সপ্তাহে কুমিল্লার এই মাঠেই বসুন্ধরা কিংসকে হারিয়েছিল। ওই ম্যাচেও রেফারি ছিলেন সানি। সেই ম্যাচে গোলরক্ষক সুজন লাল কার্ড দেখলেও দশ জন নিয়ে জয় পেয়েই মাঠ ছাড়ে মোহামেডান। আজ নিষেধাজ্ঞার জন্য সুজন খেলতে পারেননি। তার পরিবর্তে সাকিব আল হাসান (গোলরক্ষক) আজ চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে কোনো গোল হজম করেননি। তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে তারা। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী সমান ম্যাচে ৬ পয়েন্ট পেয়েছে।
এজেড/এএইচএস