বাফুফের নির্বাহী সভায় উঠছে রেফারিদের দাবি
ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরুর আগেই দেশের শীর্ষ ২৭ জন রেফারি বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়ালকে চিঠি দিয়েছিলেন। সেই চিঠিতে তারা ম্যাচ পরিচালনা ফি ও যাতায়াত ভাতা বৃদ্ধির দাবি জানান। ১৮ নভেম্বর সভাপতিকে দেওয়া সেই চিঠি বাফুফের নতুন কমিটির দ্বিতীয় বোর্ড সভায় উঠছে।
আগামী ১১ ডিসেম্বর (বুধবার) বিকেলে বাফুফে ভবনে নির্বাহী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হবে। ১২টি আলোচ্যসূচির মধ্যে রেফারিদের চিঠি চতুর্থ স্থানে রয়েছে। বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল প্রায় সব বিষয় নির্বাহী কমিটিতে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে চান। এই চর্চা কাজী সালাউদ্দিন আমলে খুব কম ছিল।
বিজ্ঞাপন
চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশ নারী ও পুরুষ দলের বিদেশি কোচের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। শুধু দুই কোচই নয়, বাফুফের প্রশাসনিক প্রধান কর্মকর্তা সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের মেয়াদও ডিসেম্বরে শেষ। চুক্তি নবায়ন অথবা ইস্তেফার সিদ্ধান্ত বাফুফেকে এই মাসেই নিতে হবে। এ সম্পর্কে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘কোচ ও প্রশাসনিক কিছু বিষয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এই সকল সিদ্ধান্ত কার্যনির্বাহী কমিটিতে সকলের আলোচনা ও মতামতের ভিত্তিতে গৃহীত হবে।’ ১১ ডিসেম্বর নির্বাহী সভার আলোচ্যসূচিতে কোচ ও সাধারণ সম্পাদকের চুক্তির বিষয়টি সরাসরি নেই। এইচআর পলিসি বা বিবিধে আলোচনা হতে পারে।
২৬ অক্টোবর বাফুফে নির্বাচনের পর ৯ নভেম্বর প্রথম নির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই সভায় বিভিন্ন স্ট্যান্ডিং ও অ্যাডহক মিলিয়ে ২০টির বেশি কমিটির শুধু চেয়ারম্যান মনোনীত হয়েছিল। সেই কমিটিগুলো ১১ ডিসেম্বর পূর্ণাঙ্গ হবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তারুণ্যের উৎসব করছে। এতে শামিল হতে চায় বাফুফেও। সেই উপলক্ষে অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের একটা খসড়া পরিকল্পনা ইতোমধ্যে হয়েছে। সেটি নির্বাহী সভায় অনুমোদন পেলে জাতীয় ক্রীড়া পরিষদ/ক্রীড়া মন্ত্রণালয়ে প্রেরণ করবে ফেডারেশন।
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ মাঠে গড়িয়েছে। মাঠে গড়ালেও এই লিগের বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত হবে আসন্ন সভায়। শীর্ষ লিগ ছাড়াও জুনিয়র লিগ, দেশব্যাপী তৃণমূল ফুটবল, আগামী বছরের বর্ষপঞ্জি ও বাজেট নিয়েও হবে আলোচনা।
এজেড/এএইচএস