ম্যানচেস্টার সিটি ৩ - ০ নটিংহ্যাম ফরেস্ট 

ক্রীড়াভিত্তিক গণমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছিল, টানা কয়েক ম্যাচ জয় না পাওয়ায় নাকি একেবারেই নিজেকে বন্দী করে ফেলেছিলেন পেপ গার্দিওলা। সাংবাদিকদের ফোন ধরেননি এবং অফিস থেকেই বের হননি এমন কথাও প্রচার হয়েছিল। স্প্যানিশ কোচের এমন পরিশ্রম অবশ্য কাজে এসেছে। টানা ৭ ম্যাচ পর জয় পেয়েছে তার দল। 

ইংলিশ প্রিমিয়ার লিগের মিডউইকের ম্যাচে নটিংহ্যামের ফরেস্টের মুখোমুখি হয়েছিল বর্তমান চ্যাম্পিয়নরা। তাতে ৩-০ ব্যবধানে স্বস্তির এক জয় তুলে নিয়েছে সিটিজেন্স শিবির। বের্নার্দো সিলভা, কেভিন ডি ব্রুইনা আর জেরেমি ডকুর গোল স্বস্তি ফেরায় ইতিহাদ স্টেডিয়ামে। 

ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজের ফুটবল উপহার দিয়েছিল ম্যানচেস্টার সিটি। ৮ মিনিটেই লিড পেয়ে যায় তারা।  কেভিন ডি ব্রুইনার অ্যাসিস্টে গোল করে দলকে এগিয়ে দেন বের্নার্দো সিলভা। এরপর ৩১ মিনিটে সেই ডি ব্রুইনাই দারুণ ফিনিশিংয়ে ব্যবধান ২–০ করেন। 

নুনো এস্পারিতো সান্তোর দলকে পুরো ম্যাচেই কোনো সুযোগ দেয়নি সিটি। উল্টো দ্বিতীয়ার্ধে ইনজুরি ফেরত জেরেমি ডকু গোল করে ৩-০ গোলের জয় নিশ্চিত করেন। 

চেলসি ৫ - ১ উলভারহ্যাম্পটন 

গত কয়েক মৌসুম ধরেই নিজেদের হারিয়ে খুঁজছে ইংলিশ জায়ান্ট চেলসি। টড বোহেলি দায়িত্ব নেয়ার পর থেকেই বলতে গেলে চেলসিকে সেভাবে খুঁজে পাওয়া যায়নি ইংলিশ টপ ফ্লাইটের ফুটবলে। তবে স্ট্যামফোর্ড ব্রিজে কিছুটা যে সুখ ফিরছে তা বোঝা গেল চলতি মৌসুমে। 

নতুন কোচ এনজো মারেস্কার অধীনে বেশ গোছানো ফুটবলই খেলছে ৬ বারের প্রিমিয়ার লিগজয়ী দলটি। সাউদাম্পটনের বিপক্ষে ৫-১ গোলের জয়ে তারা উঠে এসেছে প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্থানে। দশ জনের সাউদাম্পটনকে নিয়ে একপ্রকার ছেলেখেলাই করেছে ব্লুজরা। 

৭ মিনিটে অ্যাক্সেল দিসাসি চেলসিকে এগিয়ে দেন। চার মিনিট পর জো আরিবো সাউদাম্পটনকে সমতায় ফেরান। কিন্তু সেটাই যেন কাল হয়ে যায় তাদের জন্য।  ১৭ মিনিটে ক্রিস্টোফার এনকুনকু ২-১ করেন। ননি মাদুয়েকে ৩৪ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান।

৩৯ মিনিটে জ্যাক স্টেফেন্স লাল কার্ড দেখলে ১০ জনের দল হয় সাউদাম্পটন। দ্বিতীয়ার্ধে তাই চেলসিকে দেখা গেল আরও বেশি ক্ষুরধার ফর্মে। যদিও একের পর এক সুযোগ মিসে লিড বেশি বাড়াতে পারেনি তারা। দুই গোল পেয়েছে তারা। ইনফর্ম অ্যাটাকার কোল পালমান এবং জ্যাডন সাঞ্চো নিশ্চিত করেন ৫-১ গোলের জয়। 

জেএ