বার্সেলোনায় ফিরছেন মেসি, দেখা হবে ফন গালের সঙ্গেও
২০২১ সালে বার্সেলোনা ছাড়ার পর আর দীর্ঘদিনের সেই ঠিকানায় পা পড়েনি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির। পিএসজির সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর কাতালান ক্লাবটিতে ফেরার কথা থাকলেও, তেমনটা ঘটেনি। তবে এবার বিশেষ মুহূর্তে বার্সেলোনায় যাচ্ছেন মেসি। যেখানে তার দেখা হবে সাবেক সতীর্থ-কোচ থেকে শুরু করে বিশ্বকাপে তিক্ত অভিজ্ঞতায় জড়ানো সাবেক নেদারল্যান্ডস কোচ লুই ফন গালের সঙ্গেও।
মেসি মূলত বার্সেলোনায় ফিরছেন ক্লাবের ১২৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে। যেখানে ন্যু ক্যাম্পের ক্লাবটিতে খেলা অনেক রথি-মহারথিরা হাজির হবে বিশেষ ওই আয়োজনে। এই উৎসবে যোগ দিতে মেসিকে আমন্ত্রণ জানিয়েছেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা। আগামী ২৯ নভেম্বর বার্সেলোনার লিসেও গ্র্যান্ড থিয়েটারে এই মিলনমেলা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
কাতালুনিয়া রেডিওস টট কোস্টা জানিয়েছে, ক্লাব ছাড়াকালীন পুরোনো তিক্ততা ভুলে লাপোর্তা ব্যক্তিগতভাবে মেসিকে ১২৫তম বর্ষপূর্তির দাওয়াত দিয়েছেন। ২৯ নভেম্বর প্রেস্টিজিয়াস লিসেও থিয়েটারে বার্সেলোনার কিংবদন্তি জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, পেপ গার্দিওলাসহ উপস্থিত থাকবেন আরও অনেক রথি-মহারথি। সূত্রমতে জানা গেছে, সেখানে বিশ্বকাপজয়ী মেসিও যোগ দেবেন। এর আগে জাতীয় দলের ম্যাচ থাকায় ইনিয়েস্তার অবসর উপলক্ষ্যে বার্সার আয়োজনে হাজির হতে পারেননি তিনি।
— FC Barcelona (@FCBarcelona) November 22, 2024
বিশেষ এই অনুষ্ঠানে কেবল আমন্ত্রণই নয়, ৩৭ বছর বয়সী আর্জেন্টাইন তারকা সক্রিয় দায়িত্ব পালন করবেন এই আয়োজনে। মেসি বর্ষপূর্তি উদযাপনের অন্যতম অংশও বটে। বার্সেলোনা এই আয়োজনের আগে নিজেদের থিম সং প্রস্তুত করতে চায়। যার জন্য তিনটি গান চূড়ান্ত তালিকায় রয়েছে। গানগুলো ইতোমধ্যে মেসিকে শোনানো হয়েছে। তেমনি একটি ভিডিও নিজেদের সামাজিক মাধ্যমে দিয়েছে বার্সা। যদিও মেসি নিজের পছন্দের ভোট সেখানে দেননি। দর্শকদের ভোটে সেটি নির্বাচন করা হচ্ছে।
আরও পড়ুন
এদিকে, ডাচদের কোচ হিসেবে সর্বশেষ কাতার বিশ্বকাপে মেসিদের মোকাবিলা করেছেন লুই ফন গাল। যেখানে এই দুজনের মাঝে উত্তপ্ত পরিস্থিতিও তৈরি হয়েছিল। নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মেসি গোল করার ফন গালের সামনে গিয়ে দুই হাত কানের পেছনে রেখে উদযাপন করেছিলেন। যা ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছিল ওই সময়। সেই ফন গাল বার্সেলোনার সাবেক কোচ। ফলে সাবেক দুই কিংবদন্তি তারকার দেখা হয়ে যেতে পারে আসন্ন বর্ষপূর্তিতে।
চলতি বছর আর কোনো খেলা নেই আর্জেন্টিনা কিংবা মায়ামির। ফলে মেসি লম্বা সময় অবকাশ যাপনের সুযোগ পাচ্ছেন। তারই ফাঁকে তাকে কাতালান ডেরায় দেখা যাবে। এর আগে দীর্ঘ সম্পর্ক চুকিয়ে ২০২১ সালে অর্থনৈতিক সংকটের জেরে চুক্তি নবায়ন করতে ব্যর্থ হলে নাটকীয়ভাবে ভেঙে যায় মেসি–বার্সার প্রায় দুই দশকের সম্পর্ক। সেবার চোখের জলে মেসি যোগ দেন পিএসজিতে। সেখানে দুই মৌসুম কাটিয়ে তার বর্তমান ঠিকানা ফ্লোরিডার মায়ামি।
এএইচএস