আক্রমণ-পাল্টা আক্রমণে চ্যালেঞ্জ কাপের ম্যাচ চলছিল। এর মাঝেই ৬২ মিনিটে খেলা আকস্মিক স্থগিত হয়ে যায়। মোহামেডান অর্ধের পেছন থেকে সমর্থকরা স্মোক ফ্লেয়ার ছুড়ে মারায় ধোঁয়া ছড়িয়ে পড়ে মাঠের বড় একটা অংশে। 

মুহূর্তের মধ্যেই মোহামেডানের বক্সের সামনে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। পরে ভুটানি রেফারি ভিরেন্দ্রা রায় খেলা স্থগিত করেন। মিনিট দু’য়েক পরই অবশ্য ওয়ান ড্রপের মাধ্যমে খেলা শুরুর উদ্যোগ নেন রেফারি। এতে মোহামেডান খানিকটা আপত্তি জানায়। কারণ মোহামেডানের পোস্টে তখনও ধোঁয়া উড়ছিল। 

ধোঁয়া একেবারে নির্মূল না হওয়া পর্যন্ত রেফারি খেলা স্থগিত রাখেন। সেই সময় দুই দলের খেলোয়াড়রা মাঠের মধ্যেই নিজেদের মধ্যে বল দেওয়া-নেওয়া করে গা গরম করেন। আট মিনিট পর ওয়ান ড্রপের মাধ্যমে পুনরায় খেলা শুরু হয়। বসুন্ধরা কিংস অ্যারেনায় দর্শকদের আচরণে ফিফা থেকে শাস্তি হয়েছিল আগে। বাফুফেকে কয়েক হাজার ডলার জরিমানা গুনতে হয়েছে। কিংস অ্যারেনায় সমর্থকদের সেই উগ্রতা এখনও কমেনি।

খেলা শুরু হওয়ার মিনিট দু’য়েক পরেই খেলায় সমতা আসে। ডান প্রান্ত থেকে মিগুয়েলের কর্নার থেকে তপু বর্মণ ফ্লিক করে মোহামেডানের জালে বল পাঠান। বক্সের মধ্যে একেবারে ফাঁকায় দাঁড়িয়ে ছিলেন তপু। এর আগে প্রথমার্ধের সাত মিনিটে মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতে গোল করেছিলেন। এখন পর্যন্ত ম্যাচ ১-১ সমতায় রয়েছে।

এজেড/এএইচএস