ভুটানি রেফারি ভিরেন্দ্র’র শেষ বাঁশি। মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে মাঠে বাংলাদেশের বিজয় উল্লাস। আর গ্যালারিতে উচ্ছ্বাসে মাতোয়ারা দর্শকরা। ‘শেষ ভালো যার, সব ভালো তার’বাংলার এই চিরন্তন প্রবাদকে নিজেদের পক্ষে নিতেই লাল-সবুজ প্রতিনিধিদের এই আয়োজন। জয় দিয়েই বাংলাদেশ ২০২৪ ফুটবল-বর্ষ শেষ করেছে।

এমন জয়ের পর বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা সংবাদ সম্মেলনে আসলেন খানিকটা বিরক্তি নিয়েই। সংবাদ সম্মেলন কক্ষে তিনি দুই সাংবাদিককে খুঁজছিলেন। সম্মেলনের শেষ অংশে ওই দুই সাংবাদিকের একজন ম্যাচটিতে গোলদাতা পাপন সিংকে নিয়ে প্রশ্ন করায় আরও উত্তেজিত হয়ে উঠেন কোচ। এতে পরিস্থিতি আরও খানিকটা উত্তপ্ত হয়।

তিন বছর ধরে বাংলাদেশ ফুটবল দলের দায়িত্বে এই স্প্যানিশ কোচ। বাফুফের সঙ্গে তার বর্তমান চুক্তি শেষ হচ্ছে চলতি বছরেই। বাংলাদেশের সঙ্গে পথচলা এবং নিজের ভবিষ্যৎ নিয়ে হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ‘আমি বাংলাদেশে কাজ করতে পেরে সন্তুষ্ট। বাফুফের আচরণেও আমি খুশি। এখন নতুন কমিটি, তাদের সঙ্গে বসে আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত।’

নভেম্বর উইন্ডোতে বাংলাদেশের দুই ম্যাচের অন্যতম লক্ষ্য ছিল এশিয়ান কাপ বাছাইয়ে পট-তিনে জায়গা করে নেওয়া। হোম ম্যাচের একটিতে জয় ও আরেকটিতে হারে সেই সম্ভাবনা দেখছেন না বাংলাদেশ কোচ, ‘বাংলাদেশের পট-তিনে থাকার আর সম্ভাবনা নেই।’

চলতি বছরে বাংলাদেশ আটটি ম্যাচ খেলেছে। যার মধ্যে বাংলাদেশ ছয়টিতে হার ও দুটিতে জিতেছে। জামাল ভূঁইয়াদের ২০২৪ সালটা কোচ পর্যালোচনা করলেন এভাবে, ‘খুব খুশি নই। আমরা আরেকটি ম্যাচ জয়ের মতো ছিলাম। বিশেষ করে ভুটানের দুটিই জেতা উচিৎ ছিল।’

আজকের ম্যাচ জিতলেও কোচের দৃষ্টিতে বাংলাদেশ প্রথম ম্যাচেই বেশি ভালো খেলেছে। তাই তিনি বলেন, ‘আপনারা শুধু এই দলকে সমালোচনা করতে চান, যেটা সঠিক নয়। প্রথম ম্যাচেও আমরা জিততে পারতাম, ওই ম্যাচে আরও বেশি সুযোগ তৈরি করেছিলাম।’

আজকের ম্যাচ দেখতে কিংস অ্যারেনায় এসেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও এসেছিলেন সেখানে। বাফুফে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি এবং একাধিক সহ-সভাপতিও উপস্থিত ছিলেন। জাতীয় ফুটবলাররা আজ রাত ও কাল সকালের মধ্যেই জাতীয় দলের ক্যাম্প ছেড়ে স্ব স্ব ক্লাবে যাবেন। ম্যাচ জয়ের পর ড্রেসিংরুমে খেলোয়াড়রা বাফুফে কর্তাদের উপস্থিতি কামনা করলেও কেউ যাননি।

এজেড/এএইচএস