সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। অক্টোবরের উইন্ডোতে দুই ম্যাচে জয়ে ছন্দে ফেরার আভাস থাকলেও ভেনেজুয়েলার বিপক্ষে এবার হোঁচট খেল দরিভাল শিষ্যরা। 

প্রথমে এগিয়ে গিয়ে আশা জাগালেও, ব্যবধান ধরে রাখতে পারেনি সেলেসাওরা। এরপরও তাদের সামনে সুযোগ এসেছিল লিড নেওয়ার, কিন্তু স্পট কিকে ব্যর্থ হন চোট কাটিয়ে দলে ফেরা ভিনিসিউস জুনিয়র।

বৃহস্পতিবার ভেনেজুয়েলার মাঠ মাতুরিনে কনমেবল বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ১-১ ড্র করেছে ব্রাজিল। রাফিনিয়ার দুর্দান্ত ফ্রি-কিকে ব্রাজিলের এগিয়ে যাওয়ার পর সমতা টেনেছেন তেলাস্কো সেগোভিয়া।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ব্রাজিল। তবে ফিনিশিংটা পাচ্ছিলেন না যদিও। নবম মিনিটেই এগিয়ে যেতে পারত সেলেসাওরা। বক্সে বল নিয়ে ঢুকে গেলেও ওয়ান অন ওয়ান পজিশনে শট নিতে ব্যর্থ হন ভিনি। গোলরক্ষকের বাধার মুখে পাস দেন রাফিনিয়াকে। তিনি বল বারের ওপর উড়িয়ে মারেন।


 
২২তম মিনিটে সহজ গোল মিস ব্রাজিলের। এবারও দুর্ভাগা সেই ভিনি। সতীর্থের পাস বক্সে পেয়ে পেনাল্টি এরিয়া থেকে পা গলিয়ে দিয়েছিলেন রিয়াল মাদ্রিদের হয়ে সর্বশেষ ম্যাচেও হ্যাটট্রিক করা এই উইঙ্গার। বল গোলরক্ষককে ফাঁকি দিলেও বারে লেগে ফিরে আসে। কয়েক সেকেন্ড পর বক্সের বাইরে থেকে নেয়া গেরসনের জোরালো শট বাঁ দিকে ঝাঁপিয়ে ফিরিয়ে দেন ভেনেজুয়েলার গোলরক্ষক রাফায়েল রোমো।

এডারসনের ভুল পাসে উল্টো প্রায় গোল হজম করতে বসেছিল সেলেসাওরা। যদিও সে যাত্রায় বেঁচে যান দরিভাল শিষ্যরা। প্রথমার্ধের খেলার শেষ মুহূর্তে তথা ৪৩তম মিনিটে অবশেষে সফলতার মুখ দেখে ব্রাজিল। ডি-বক্সের ঠিক বাইরে থেকে রাফিনিয়ার নেয়া বাঁকানো শট জালে জড়াতে ভুল করেনি। ঝাঁপিয়ে পড়েও নাগাল পেলেন না প্রতিপক্ষের গোলরক্ষক। 
 
ব্রাজিলের লিডের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিরতির পর মাঠে নেমেই সমতায় ফেরে স্বাগতিকরা। বক্সে স্যাভারিনোর পাস পেয়ে এগিয়ে এসে বুলেট গতির শট নেন তেলাসকো সেগোভিয়া। শট ফেরাবেন কী, গতির কাছেই পরাস্ত হন এডারসন। তবে ব্রাজিলকে সবচেয়ে বেশি হতাশ করেছেন ভিনি। ৫৯তম মিনিটে বল নিয়ে বাঁ প্রান্ত ধরে বক্সে ঢুকার পথে ঝাপিয়ে পড়ে বাধা দেন ভেনেজুয়েলার গোলরক্ষক। ভিআর চেকে ফাউল ধরে পেনাল্টি দেন রেফারি। কিন্তু স্পটকিক নিতে ব্যর্থ হন রিয়াল মাদ্রিদ উইঙ্গার। যদিও তিনি আরেকবার সুযোগ পেয়েছিলেন। কিন্তু ফিরতি বলও জালে জড়াতে ব্যর্থ হন।

গোলের জন্য মরিয়া হয়ে বাকি সময়ের প্রায় পুরোটা জুড়ে টানা আক্রমণ করতে থাকে ব্রাজিল। কিন্তু প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারেনি তারা। পারেনি ভেনেজুয়েলাও।

৮৯তম মিনিটে গাব্রিয়েল মার্তিনেল্লিকে ভেনেজুয়েলার ডিফেন্ডার আলেকসান্দের গনজালেস ফাউল করেন। প্রতিবাদ জানাতে ছুটে যান ভিনিসিউস, তার মুখেও হাত দিয়ে কিছুটা আঘাত করে বসেন গনজালেস। এতে দুই দলের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়, গনজালেসকে লাল কার্ড দেখান রেফারি। যোগ করা সময়েম্যাচের শেষ ১০ মিনিট ১০ জন নিয়ে খেলেছে ভেনেজুয়েলা। দরিভালের দল তবু গোল করতে না পারায় ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে। 
 
১১ ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে আপাতত কনমেবল অঞ্চলের তৃতীয় স্থানে ব্রাজিল। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সাতে অবস্থান ভেনেজুয়েলার। ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। নভেম্বর উইন্ডোতে ব্রাজিলের পরবর্তী ম্যাচ ২০ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে।

এফআই