প্যারাগুয়ে ম্যাচে কারা নামবেন আর্জেন্টিনা একাদশে
জার্মান পেৎজেল্লা এবং লিসান্দ্রো মার্তিনেজের ইনজুরিটা বেশ বড় এক ধাক্কা হয়েই এসেছে আর্জেন্টিনার ফুটবল দলের জন্য। যার বদলে দলে জায়গা করে নিয়েছেন ফাকুন্দো মেদিনা। আর্জেন্টিনার জন্য লিসান্দ্রো মার্তিনেজের ইনজুরি বেশ বড় এক ধাক্কাই বটে। ডিফেন্সে চিরচেনা লিসান্দ্রো এবং কুটি রোমেরোর জুটি দেখা হচ্ছে না, সেটা এরইমাঝে নিশ্চিত হয়ে গিয়েছে।
বিশ্বকাপ বাছাইপর্বের এবারের দুই ম্যাচ আর্জেন্টিনার জন্য বেশ গুরুত্ব পাচ্ছে। এই দুই ম্যাচে জয় পেলে আর্জেন্টিনার জন্য ২০২৬ বিশ্বকাপ প্রায় নিশ্চিতই বলা চলে। বলিভিয়া হারলে এবং আর্জেন্টিনা জিতলেই ২০২৫ সালে লিওনেল স্কালোনির শিষ্যদের জন্য দরকার হবে ১ জয়।
বিজ্ঞাপন
এই ম্যাচ দিয়েই দুই ম্যাচের নিষেধাজ্ঞা পার করে জাতীয় দলে ফিরছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। গোলবারের নিচে দীর্ঘদেহী এই গোলরক্ষকের সার্ভিস পাবে আর্জেন্টিনা। ডিফেন্সিভ ব্যাকলাইনে লিসান্দ্রো না থাকায় এই ম্যাচে শুরুর একাদশেই থাকবেন নিকোলাস ওতামেন্দি।
রাইটব্যাক হিসেবে নাহুয়েল মলিনা এবং লেফটব্যাকে নিকোলাস টালিয়াফিগো পূরণ করবেন দুই ফুলব্যাকের ভূমিকা। দলে ডাক পাওয়া মেদিনা অবশ্য সাবস্টিটিউট হতে পারেন ওতামেন্দি কিংবা টালিয়াফিকোর জায়গায়। ফ্রেঞ্চ লিগে খেলা এই ডিফেন্ডার দুই জায়গাতেই স্বাচ্ছন্দ্যে খেলতে পারেন।
আরও পড়ুন
মাঝমাঠে চিরায়ত শক্তিশালী ট্রায়োকেই পাচ্ছেন লিওনেল স্কালোনি। এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং রদ্রিগো ডি পলের সেই বিশ্বকাপ জেতানো জুটিকেই আবার দেখা যাবে প্যারাগুয়ে ম্যাচে। তবে কৌশল বিবেচনায় চার জনের মিডফিল্ড হলে নিকোলাস গঞ্জালেসকে দেখা যেতে পারে। সেক্ষেত্রে অবশ্য প্রভাব পড়বে ফরোয়ার্ড লাইনে।
লিওনেল মেসির সঙ্গে হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্তিনেজকে সম্প্রতি বেশ কিছু ম্যাচেই একসঙ্গে খেলিয়েছেন কোচ স্কালোনি। এই ম্যাচেও তেমন দেখা গেলে খুব একটা অবাক হওয়ার কিছু থাকছে না।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মলিনা, নিকোলাস টালিয়াফিকো, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি; রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্তিনেজ।
জেএ