বার্নাব্যুতে জোড়া দুঃসংবাদ পেল ব্রাজিল
আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে লা লিগায় নিজেদের শেষ ম্যাচ খেলছে রিয়াল মাদ্রিদ। এরপর লাতিনের দেশগুলো বিশ্বকাপ বাছাই আর ইউরোপ মাতবে নেশন্স লিগের খেলায়। নভেম্বর উইন্ডোতে দুটি ম্যাচ রয়েছে ব্রাজিলের। তার আগে তাদের দুই তারকা ফুটবলার রিয়ালের জার্সিতে ইনজুরিতে পড়েছেন। এর মধ্যে ডিফেন্ডার এডার মিলিটাওয়ের চোট বেশি শঙ্কার, স্ট্রেচারে শুয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন তিনি।
ওসাসুনার বিপক্ষে ম্যাচটি রিয়াল জিতেছে ৪–০ গোলের বড় ব্যবধানে। যেখানে আরেক ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র হ্যাটট্রিক করেছেন। আরেকটি গোল করেন জ্যুড বেলিংহ্যাম। তবে আলোচনায় রয়েছে দুই ব্রাজিলিয়ানের ইনজুরি। স্ট্রাইকার রদ্রিগো গোয়েস আজই ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছিলেন। খেলার ২০ মিনিটেই তাকে বদলি বানিয়ে মাঠে নামানো হয় তরুণ মিডফিল্ডার ব্রাহিম দিয়াজকে।
বিজ্ঞাপন
এর মাত্র মিনিট দশেকের মাথায় বড় আঘাতটা পায় রিয়াল ও ব্রাজিল। গত মৌসুমে এসিএল ইনজুরির কারণে প্রায় পুরোটা সময় মাঠের বাইরে ছিলেন মিলিটাও। তার সেই চোট ছিল বাঁ পায়ে। এবার ওসাসুনার বিপক্ষে এই সেন্টারব্যাক ডান পায়ের হাঁটুতে আঘাত পেয়েছেন। সঙ্গে সঙ্গেই মাঠে ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে। পরে স্ট্রেচারে শুয়ে কাঁদতে কাঁদতে মিলিটাওকে মাঠ ছাড়তে হয়েছে। এখানেই শেষ নয়, প্রথমার্ধ শেষ হওয়ার আগেই তৃতীয় ধাক্কা লাগে রিয়াল শিবিরে। ৩৮তম মিনিটে মাংসপেশির চোটে অস্বস্তিতে দেখা যায় লুকাস ভাজকেসকে। বাঁ পায়ের সেই চোটের কারণে দ্বিতীয়ার্ধে তার পরিবর্তে লুকা মদ্রিচকে নামানো হয়।
মাদ্রিদের ক্লাবটি আগে থেকেই চোটের সমস্যায় রয়েছে। রাইটব্যাক দানি কারভাহাল এসিএলের চোটে পড়েছেন গত মাসে। যা তাকে পুরো মৌসুমের জন্য ছিটকে দিয়েছে। সেই ধাক্কায় মাঠের পারফরম্যান্সে ভুগতে হচ্ছে কার্লো আনচেলত্তির দলটিকে। এ ছাড়া অঁরেলিয়ে চুয়ামেনি ও থিবো কোর্তোয়াও চোটের কারণে মাঠের বাইরে আছেন। ডিসেম্বরের আগে তাদের মাঠে ফেরার সম্ভাবনা কম। তবে গত বছর চোটে পড়া ডেভিড আলাবা অনুশীলনে ফিরেছেন সম্প্রতি।
আরও পড়ুন
এদিকে, বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ৩টায় ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। পরের ম্যাচে ২০ নভেম্বর (বুধবার) ভোর পৌনে ৭টায় সেলেসাওরা খেলবে উরুগুয়ের বিপক্ষে। আসন্ন দুই ম্যাচের জন্য ঘোষিত দলে মিলিটাও ও রদ্রিগো দুজনেই আছেন। যদিও তাদের চোট কতটা গুরুতর সেটি এখনও জানা যায়নি। তবুও মিলিটাওয়ের চোট খুব একটা আশা দেবে না ব্রাজিলকে।
বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত ১০ ম্যাচে পাঁচটি জয়, চার ম্যাচ হার ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে ব্রাজিল। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৭ জয়, দুটি হার ও একটি ড্র করেছে।
এএইচএস