আগের লেগেই এসেছিল সুবর্ণ সুযোগটা। কিন্তু শেষ সময়ের গোলে ভারতের মাটিতেই ভারতকে হারানোর সুযোগটা সে রাতে শেষ হয়েছে ড্রয়ের হতাশায়। ঘরের মাঠে খেলার সুবিধাটা করোনাভাইরাসের কারণে হারিয়ে গেলেও ভারতকে হারানোর সুযোগটা এবারও দেখছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। মঙ্গলবার অনুশীলন শেষে জানালেন ভারত-বধের মন্ত্রটাও।

বাংলাদেশের বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের তিনটি ম্যাচ বাকি। এর মধ্যে ভারত ও আফগানিস্তানের বিরুদ্ধে জয়ের জন্য মরিয়া দল, জানিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। জামালের এই প্রত্যাশার প্রেক্ষিতে কোচ জেমি ডে গতকাল অবশ্য বলেছিলেন, ‘জয় সম্ভব। কিন্তু নিজেদের সেরাটা দিতে হবে।’ 

কোচের সেই মন্তব্যের প্রেক্ষিতে আজকে জামালকে জিজ্ঞেস করা হয়েছিল বাস্তবিক অর্থে আফগানিস্তান ও ভারতকে হারানো কতটুকু সম্ভব ? এর উত্তরে তিনি বলেন, ‘একজন ফুটবলার ৫০ ভাগ দিলে তো হবে না। সবাইকে এক সঙ্গে ১০০ ভাগ দিতে হবে। তাহলেই আমরা ম্যাচটা জিততে পারবো। তবে তার আগে দু’টি প্রস্তুতি  ম্যাচ খেলতে হবে। সেখানে দেখতে হবে আমাদের কোন বিভাগ শক্তিশালী কিংবা দুর্বল। পরে সেগুলো নিয়ে কাজ করতে হবে।’

মঙ্গলবার অনুশীলন শেষে জানালেন কেন ভারতের বিপক্ষে জিততে পারে বাংলাদেশ, ‘ভারতের বিপক্ষে খেলার আগে এমনিতেই মোটিভেশন আসবে দলে। কারণ এর আগে ভারতের বিপক্ষে সবাই ভালো পারফর্ম করছিল। ম্যাচে তাদের জয় রুখে দিয়েছিলাম আমরা। এছাড়া আরেকটি কারণ হতে পারে, তারা আমাদের পাশের দেশ। তাই আমরা চাইবো জিতে এগিয়ে যেতে।’

বিশ্বকাপ বাছাই পর্বে তিনটি ম্যাচ বাকি বাংলাদেশের। হোম ম্যাচ থাকলেও করোনার কারণে আগামী মাসে সেন্ট্রাল ভেন্যু কাতারে গিয়ে খেলতে হবে বাংলাদেশকে। জাতীয় দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকো বিশ্বকাপ বাছাইয়ের তিনটি ম্যাচ হোমে খেলতে না পারার আফসোসে পুড়ছেন এখনো।

তিনি বলেন, ‘বাংলাদেশে এই তিনটি ম্যাচ খেলতে পারলে আমাদের জন্য ভাল হতো। দুর্ভাগ্য আমরা হোম ম্যাচ খেলতে পারতেছি না। এখনো যদি আমরা নিজেদের সেরাটা দিতে পারি, তাহলে অবশ্যই ভাল কিছু উপহার দিতে পারব। ভারত ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ থেকে ভাল কিছু আশা করছি আমরা। এটা ঠিক র‍্যাংকিংয়ে তারা আমাদের চেয়ে অনেক এগিয়ে। তবে আমরাও আত্মবিশ্বাসী। কারণ আমাদের বর্তমান দলে যারা আছেন, তারা লিগের সেরা পারফরমার। এখন সবাই ফিট আছে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ নিয়ে আমাদের মধ্যে প্রতিনিয়ত কথা হচ্ছে। সবার মধ্যেই ভাল করার তাড়না রয়েছে। তিনটা ম্যাচের মধ্যে আমরা ভারত ও আফগানিস্তানকে নিয়েই বেশি আলোচনা করছি।’ 

এবার আত্মবিশ্বাস বাড়িয়ে জিকো বলেন, ‘আমাদের রিমন ও আরাফাত লিগে ভাল করছে। বিশ্বনাথও ভাল। আমি মনে করি রিমন ও বিশ্বনাথ যদি তাদের সেরাটা দিতে পারে, আর ডিফেন্সে তপু বর্মন তার মতো করে খেলতে পারেন- তাহলে অবশ্যই ভাল কিছু সম্ভব। সম্প্রতি রক্ষণভাগে রাফিও ভাল করছে। ভারতের বিপক্ষে ডিফেন্ডাররা যে পারফরম্যান্স করেছিলেন, সেটার শতভাগ কাতারে দিতে পারলে ভাল কিছু হবে। কোচ যে পরিকল্পনা দিয়েছেন, সেই অনুযায়ী পারফর্ম করতে পারলে তিনটি ম্যাচেই ভাল করতে পারব বলে আমি বিশ্বাস করি।’

এজেড/এটি/এনইউ