সাফজয়ী কোচ বাটলারকেই ধরে রাখতে চান কিরণ
২৬ অক্টোবর বাফুফে নির্বাচন হয়েছে। নির্বাচনের পর দিন নতুন নির্বাচিতদের পদচারণায় মুখরিত থাকে বাফুফে প্রাঙ্গণ। এবার অবশ্য ভিন্ন চিত্র। এক সপ্তাহ পেরিয়ে গেলেও বাফুফে নতুন সভাপতির দেখা নেই।
এএফসি সভা শেষে আজ বাফুফেতে এসেছিলেন নির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণ। গত দুই মেয়াদে তিনি ছিলেন নারী কমিটির প্রধান। নবনির্বাচিত কমিটির এখনো কমিটি বন্টন হয়নি। এরপরও নারী ফুটবল নিয়ে তার ভাবনার কথা জানিয়েছেন আজ, ‘পিটার বাটলারকে নারী ফুটবল দলের সঙ্গে রাখার চেষ্টা থাকবে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আসা ভালো কোচদের মধ্যে তিনি একজন। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।’
বিজ্ঞাপন
পিটার বাটলার ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্টহ্যামের হয়ে খেলেছেন। কোচ হিসেবে লাইবেরিয়া ও আরো কয়েকটি দেশে জাতীয় দল এবং শীর্ষ ক্লাবে কোচিং করিয়েছেন। তার যোগ্যতা-সামর্থ্যতা নিয়ে প্রশ্ন নেই কারোর। সদ্য সমাপ্ত সাফ চ্যাম্পিয়নশীপে নারী দলের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে তার। বিশেষ করে সিনিয়র ফুটবলারদের সাথে সম্পর্কের ঘাটতি পড়েছে। এ নিয়ে কিরণ বলেন, ‘বাটলার চেয়েছিল জুনিয়ররা ভালো করছে, তাদের খেলাতে। সিনিয়ররা খেলতে চেয়েছে। এ নিয়ে একটা দ্বন্দ্ব হয়েছিল। আমি সেই সময় কথা বলেছি দুই পক্ষের সঙ্গেই। এটা খুব বেশি গুরুত্ব দিয়ে দেখার কিছু নেই।’
বাংলাদেশের নারী ফুটবলারদের মান বেশ উন্নত। তাই বিদেশি অনেক ক্লাবই তাদের নিতে চায়। গত বছর নারী ফ্র্যাঞ্চাইজ লিগের জন্য বাফুফে নারীদের ছাড়পত্র দেয়নি বেশ কয়েকবার। তবে সামনে নারী ফুটবলারদের বাইরে সুযোগ আসলে ছাড়পত্র দেয়ার ব্যাপারে উদার থাকবে বলে জানান কিরণ। ৯ তারিখ নতুন কমিটির প্রথম সভায় নির্ভর করছে কিরণ তার আগের দায়িত্বে থাকবেন কিনা।
এ নিয়ে তার মত, ‘কমিটি যদি আমাকে যোগ্য মনে করে তাহলে এই পদে রাখতে পারে। আর যদি অন্য কাউকে আমার চেয়ে বেশি যোগ্যভাবে তাহলে দিতে পারবে। এতে আমার কোনো সমস্যা নেই।’
মাহফুজা আক্তার কিরণ বাংলাদেশ নারী দলের সাফল্যকে মিরাকল মনে করছেন। তার যুক্তি, ‘বাংলাদেশের ফুটবল অবকাঠামো নেই। খেলা-অনুশীলনের মাঠ নেই। এর মধ্যে সাফল্য আসছে, মেয়েরা দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন এটি মিরাকল। ফুটবল উন্নয়নের জন্য সরকারের সহায়তা প্রয়োজন।’ বাংলাদেশের মেয়েদের বাফুফে বেতন কাঠামোর মধ্যে আনলেও সেটা অনিয়মিত। কাঠমান্ডু সাফে যাওয়ার আগে সেপ্টেম্বর মাসের বেতন পাননি সাবিনারা।
এজেড/জেএ