বাংলাদেশ নারী ফুটবল দল কাঠমান্ডু থেকে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ঢাকায় ফিরেছে। ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে সাবিনা-ঋতুপর্ণারা এখন বাফুফে ভবনের পথে। সাবিনাদের বরণ করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাফুফে ভবনে এসেছেন। 

বিমানবন্দর থেকে বাফুফে ভবনের দূরত্ব খুব বেশি নয়। মূলত ট্রাফিক জ্যাম ও গাড়ি ধীরে চলায় বাফুফে ভবনে পৌঁছাতে সময় লাগছে। এর আগে নেপাল থেকে দুপুর আড়াইটায় বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ দল। সেখানে আনুষ্ঠানিকতা সেরে খেলোয়াড়রা ছাদখোলা বাসে উঠেন বিকেল পৌনে ৪টার দিকে। এই রিপোর্ট লেখার সময় মেয়েদের বাস বনানী এলাকায় রয়েছে। 

২০২২ সালে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পর বাফুফে ভবনে ছিল উপচে পড়া সমর্থক। ভবনের মাঠ প্রাঙ্গণ, পাশ্ববর্তী টার্ফের সব জায়গায় ছিলেন সমর্থকরা। আজ (বৃহস্পতিবার) অবশ্য সেই মাত্রা নেই। তবে বাফুফে সাজসজ্জায় কমতি রাখেনি। চ্যাম্পিয়নদের ছবি দিয়ে ভবনের নিচে ব্যানার করা হয়েছে। 

বাফুফের নব নির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল বর্তমানে দেশের বাইরে। ফলে সহ-সভাপতি সাব্বির আহমেদ আরেফ ক্রীড়া উপদেষ্টাকে ভবনে স্বাগত জানান। মন্ত্রণালয়, এনএসসির সচিবও রয়েছেন সেখানে। বাফুফের আরও কয়েকজন নির্বাহী সদস্য বাফুফে ভবনে এসেছেন। 

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার বাংলাদেশ যুব দলের সবাইকে ক্রীড়া উপদেষ্টা ২৫ হাজার টাকা করে দিয়েছিলেন। সেই অর্থ ফুটবলাররা বন্যার্তদের দান করে দেন। এবার নারী সাফজয়ী ফুটবল দলকেও আর্থিক পুরস্কার ঘোষণা করবেন তিনি। 

এজেড/এএইচএস