মেয়েদের সপ্তম সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নেপাল। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সন্ধ্যা ৬.৪৫ মিনিটে ম্যাচটি শুরু হয়েছে। বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার সেমিফাইনালের একাদশ থেকে ফাইনালের একাদশে একটি পরিবর্তন এনেছেন।

এর আগে ২০২২ সালে স্বাগতিক নেপালকে হারিয়েই বাংলাদেশ প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার সেরা হয়েছিল। ওই ফাইনালের জোড়া গোলদাতা কৃষ্ণা রাণী সরকার এবারও দলে রয়েছেন। সম্পূর্ণ ফিট ও সেরা ফর্মে না থাকায় তিনি একাদশে জায়গা পান না। সেমিফাইনালের একাদশ থেকে একটি পরিবর্তন নিয়ে ফাইনাল খেলতে নামছে বাংলাদেশের মেয়েরা। আগের ম্যাচে ছিলেন বয়সভিত্তিক ফুটবলে দুর্দান্ত পারফর্ম করা ফরোয়ার্ড সাগরিকা। ফিট হয়ে তার পরিবর্তে ফাইনালের একাদশে ফিরেছেন শামসুন্নাহার জুনিয়র। 

স্বাগতিক নেপাল নারী সাফে কয়েকবার ফাইনাল খেললেও এখনও শিরোপা উঁচিয়ে ধরতে পারেনি। বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হতে চায় হিমালয়ের দেশটি। গত সাফে নেপালের প্রধান খেলোয়াড় সাবিত্রা ভান্ডারী খেলতে পারেননি। এবার ফাইনালে সাবিত্রা প্রধান আশা-ভরসা নেপালের। তবে সেমিফাইনালে লাল কার্ড দেখায় ফাইনালে নেই আরেক স্বাগতিক তারকা রেখা।

আন্তর্জাতিক ফুটবলের সাধারণ নিয়ম নক-আউট পর্বে নির্ধারিত সময়ে খেলা ড্র থাকলে অতিরিক্ত ৩০ মিনিটে গড়ায়। সাফে অবশ্য অতিরিক্ত ত্রিশ মিনিট নেই। সরাসরি টাইব্রেকারে গড়াবে খেলা। নেপাল সেমিফাইনালে টাইব্রেকারে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে। অন্যদিকে, বাংলাদেশ ৭-১ গোলে ভুটানকে উড়িয়ে দিয়েছিল। 

ম্যাচ দেখবেন যেভাবে

প্রায় ২০ হাজার নেপালি দর্শকের সামনে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। হাইভোল্টেজ ম্যাচটি সরাসরি দেখতে স্টেডিয়ামের আসন সংখ্যার সব টিকিটই বিক্রি হয়ে গেছে। তবে যারা মাঠে বসে খেলা দেখতে পারবেন না, তাদের ইউটিউবে খেলাটি দেখার সুযোগ রয়েছে। নেপালের কান্তিপুর ম্যাক্স এইচডি ইউটিউব চ্যানেলে ম্যাচটি দেখতে পারবেন ফুটবলভক্তরা। ম্যাচটি দেখতে ক্লিক করুন এখানে

এএইচএস