অধিনায়ক মেসির সঙ্গে কোচ রোনাল্ড কোম্যান/ফাইল ছবি

শেষ এক যুগে যেমন সময় কাটিয়েছে বার্সেলোনা, যে হিসেবে মৌসুমটা মোটেও ভালো কাটেনি। কোপা দেল রে-তে জিতেছে বটে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে হয়েছে ব্যর্থ, গতকাল রাতে সেল্টা ভিগোর কাছে হেরে গেছে লিগের আশাও। তবে গেল মৌসুমে দলের পরিস্থিতি বিচারে মৌসুমটা খুব খারাপও হয়নি। তবে কোচ রোনাল্ড কোম্যানের অধীনে এমন পারফর্ম্যান্সে সন্তুষ্ট নয় বার্সেলোনা। স্প্যানিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে, চলতি মৌসুম শেষেই চাকরি থেকে বরখাস্ত হতে পারেন তিনি।

গত ২৯ এপ্রিল গ্রানাডার বিপক্ষে ম্যাচের আগে ভাগ্য নিজেদের হাতে নিয়েই মাঠে নেমেছিলেন লিওনেল মেসিরা। কিন্তু এরপর পাঁচ ম্যাচে মোটে একটা জয় দলের লিগ জয়ের আশা শেষ করে দিয়েছে। কফিনে শেষ পেরেকটা ঠুকেছে সেল্টা ভিগো। ন্যু ক্যাম্পে বার্সাকে হারিয়েছে ২-১ গোলে। তাতে লিগ জয়ের আশা তো শেষ হয়েছেই, কোচ রোনাল্ড কোম্যানের ভবিষ্যৎ নিয়েও সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।

শেষ দিকে এসে দলের খেলোয়াড়দেরকে ব্যবহারের ধরন, কৌশলগত ভুল আর এগিয়ে গিয়েও ম্যাচ থেকে জয় বের করতে না পারার ফলে হোয়ান লাপোর্তার অধীনে থাকা বার্সেলোনা বোর্ডের আস্থা হারিয়ে ফেলেছেন কোচ কোম্যান। এর ফলে ২০২২ সাল পর্যন্ত চুক্তি থাকলেও চলতি মৌসুম শেষেই বিদায়ঘণ্টা বেজে যেতে পারে সাবেক নেদারল্যান্ডস কোচের। 

তবে তার ভাগ্য অত খারাপ নাও হতে পারে, যদি বার্সেলোনা নতুন কোচের সন্ধান না পায়। পরবর্তী কোচের সন্ধানে হণ্যে হয়ে ঘুরছে মেসিদের ক্লাব। আপাতত তালিকায় শোনা যাচ্ছে ক্লাবটির সাবেক মিডফিল্ডার ও বর্তমান কোচ জাভি এর্নান্দেজের নাম। আছে দলটির বি দলের কোচ গার্সিয়া পিমিয়েন্তার নামও।

গেল বছর জানুয়ারিতে দলটির কোচ এর্নেস্তো ভালভার্দেকে বরখাস্ত হওয়ার পর অনেকটা তাড়াহুড়ো করেই কিকে সেতিয়েনকে কোচ করে আনে বার্সা। সে সময় লিগের শীর্ষে থেকেও পরে কাতালানরা জিততে পারেনি লিগ। এর আগে কোপা দেল রে থেকেও ছিটকে যায় ক্লাবটি। আর সেতিয়েনের কফিনে শেষ পেরেকটি ঠোকে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ ব্যবধানে হার।

তেমন কিছুর পুনরাবৃত্তি এবারও হোক, তা চায় না ক্লাবটি। ফলে এখনই বরখাস্ত হচ্ছেন না কোম্যান। সঙ্গে আছে আর্থিক ব্যাপার-স্যাপারও। বর্তমানে ক্লাবটা আছে ১.২ বিলিয়ন ইউরো ঋণের বোঝার নিচে। কোম্যানকে বরখাস্ত করলে তাকে দিতে হবে আরও এক বছরের সমপরিমাণ বেতন। যা চলমান অর্থনৈতিক সঙ্কটে দলের দুর্দশা আরও বাড়াবে বৈকি!

তবে রোনাল্ড কোম্যানের সঙ্গে ঘনিষ্ট এক সূত্র ধরে ইএসপিএন জানাচ্ছে, কোচ নিজেও বিশ্বাস করেন চলতি মৌসুম শেষেই চাকরি চলে যাচ্ছে তার। যা হলে শেষ ১৮ মাসে এ নিয়ে তৃতীয় কোচ বরখাস্ত হবেন কাতালান ক্লাবটি থেকে।

এনইউ