সবকিছু যেন সাজিয়েই রাখা ছিল। রোনালদো নাজারিও থাকবেন। ভিনিসিয়ুস জুনিয়রের হাতে তুলে দেবেন ব্যালন ডি' অর পুরস্কার। তবে মূল অনুষ্ঠান শুরুর ঘণ্টাখানেক আগেই হলো বড় নাটক। ব্যালন ডি' অরের ইতিহাসে অন্যতম বড় নাটকীয়তার জন্ম দিয়ে ফেবারিট ভিনিসিয়ুস বর্জন করছেন প্যারিসের এই আলো ঝলমলে অনুষ্ঠান। 

এদিকে প্যারিসে পৌঁছে গিয়েছেন এই মুহূর্তের সবচেয়ে বড় ফেবারিট রদ্রি। ম্যানচেস্টার সিটির এই তারকা ইনজুরির কারণে রয়েছেন ফুটবলের বাইরে। তবে সবশেষ গুঞ্জন অনুযায়ী তিনিই এবারের ব্যালন ডি' অরের জয়ী হতে চলেছেন। ক্রাচে ভর করে হাজির হওয়া রদ্রিকে নিয়ে হোটেলের বাইরে সাংবাদিকদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতোই।

সাধারণত ফ্রান্স ফুটবল ম্যাগাজিন ব্যালন ডি' অর তালিকা নিয়ে বরাবরই সর্বোচ্চ গোপনীয়তার চেষ্টা করে। মূল আয়োজনের আগে উপস্থাপকদেরও ধারণায় থাকে না কে জিততে চলেছেন ফুটবলের ব্যক্তিগত এই প্রেস্টিজিয়াস শিরোপা। 

কিন্তু দৃশ্যপট বদলেছে ২০২৪ সালে এসে। আনুষ্ঠানিক ঘোষণা আসার ঘণ্টা কয়েক আগেই বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাবজিও রোমানো জানিয়েছেন, ভিনিসিয়ুসের হাতে উঠছে না এবারের ব্যালন ডি'অর। ব্যালন ডি'অরের অনুষ্ঠানেও যাচ্ছেন না রিয়ালের এই তারকা ফরোয়ার্ড। এমনকি রিয়াল থেকে কেউই এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না।

ভিনিসিয়াস ছাড়াও রিয়াল মাদ্রিদের জ্যুড বেলিংহাম এবং দানি কার্ভাহাল ছিলেন সংক্ষিপ্ত তালিকায়। সেরা কোচের তালিকায় ছিলেন রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তিও। নতুন গুঞ্জন বলছে, আনচেলত্তিও পাচ্ছেন না সেরা কোচের খেতাব। সেটা যাচ্ছে স্পেনের ইউরোজয়ী কোচ লুইস দে লা ফুয়েন্তের কাছে। 

সোমবার ২৮ অক্টোবর রাত ১টা ৪৫ মিনিটে প্যারিসের থিয়েটার দু শাটলেটে এক জমকালো অনুষ্ঠানে ঘোষণা করা হবে ২০২৪ ব্যালন ডি’অর জয়ীর নাম।

ব্যালন ডি’ অরের পুরস্কার ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে আজ পুরস্কার তুলে দেয়া হবে ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের পক্ষ থেকে। সেরা পুরুষ ফুটবলার ব্যালন ডি’অর, সেরা নারী ফুটবলার ব্যালন ডি’অর ফ্যামিনিন, সেরা স্কোরার গার্ড মুলার অ্যাওয়ার্ড, মানবিকতা প্রদর্শনকারী ফুটবলার সক্রেটিস অ্যাওয়ার্ড, সেরা উদীয়মান ফুটবলার কোপা অ্যাওয়ার্ড। পাশাপাশি থাকছে পুরুষ ও নারী ক্যাটাগরিতে সেরা ক্লাব ও কোচের অ্যাওয়ার্ড।

জেএ/এইচজেএস