ঘরের মাঠে আজ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিরুদ্ধে নামতে চলেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ক্লাব ফুটবলের সবচেয়ে বড় মহারণ বসবে বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১টায়। স্প্যানিশ লিগের দুই সেরা ক্লাবের মুখোমুখি মহারণ। রাজনীতি, স্বাধীনতা– ইতিহাস যেকোনো বিচারেরি ফুটবলের সবচেয়ে বড় ম্যাচের অন্যতম এল ক্লাসিকো।

একটা সময় পেপ গার্দিওলা, হোসে মরিনিও, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, জাভি, ইনিয়েস্তা, ওজিল, রামোসরা মাতিয়ে গিয়েছিলেন এই এল ক্লাসিকো। সময়ের আবর্তনে এল ক্লাসিকোয় সেই তারার মেলায় ভাটা নামলেও আবেদন রয়ে গিয়েছে একইরকম। বিগত কয়েক বছরে দুই দলের দেখায় রিয়াল মাদ্রিদই ছিল পরিস্কার ফেভারিট। তবে দৃশ্যপট বদলেছে চলতি মৌসুমে বার্সেলোনার ভয়ানক ফুটবলে। 

যদিও এল ক্লাসিকোর পরিসংখ্যান কথা বলছে রিয়াল মাদ্রিদের পক্ষে। এখন পর্যন্ত দু’দলের মধ্যে ২৫৭টি অফিসিয়াল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেখানে রিয়ালের ১০৫ জয়ের বিপরীতে বার্সেলোনার জয় ১০০ ম্যাচে। বাকি ৫২ ম্যাচ ড্র হয়েছে।

লিগ টেবিলের বিচারে এই মুহূর্তে হান্সি ফ্লিকের কোচিংয়ে বার্সেলােনা পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। এখনও পর্যন্ত ১০ ম্যাচের মধ্যে ৯ ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে তারা। লিগে একবারই হারতে হয়েছে তাদের। এখনও পর্যন্ত কাতালান ক্লাবটি ঝুলিতে পুরে নিয়েছে ২৭ পয়েন্ট। অন্যদিকে রিয়াল মাদ্রিদও একটিও ম্যাচেও এখনও না হারলেও তিন খেলায় তাদের পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে। তারা পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে ২৪ পয়েন্ট নিয়ে।

মহারণের আগে বিগত ৫ ম্যাচের ফলাফলে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। সঙ্গে তাদেরকে এগিয়ে রেখেছে সুপারকম্পিউটারের গণনা। অপ্টা ফুটবল অ্যানালাইসিসের সুপার কম্পিউটারের ১০ হাজার ম্যাচ সিমুলেশন শেষে রিয়াল মাদ্রিদকেই এগিয়ে রাখতে হচ্ছে মৌসুমের প্রথম ক্লাসিকোর জন্য। যেখানে কার্লো অ্যানচেলত্তির শিষ্যদের জয়ের সম্ভাবনা ৪৫.৬ শতাংশ। 

সুপার কম্পিউটার বলছে বার্সেলোনার জয়ের সম্ভাবনা ৩১ শতাংশ। আর ২৩ দশমিক ৪ শতাংশ সম্ভাবনা আছে ম্যাচ ড্র হওয়ার। তাদের হিসেবে এই ম্যাচে তুরুপের তাস হতে পারেন রিয়ালের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র। ৪ এল-ক্লাসিকোতে ৭ গোলে সরাসরি অবদান রেখেছেন। আজও তার ওপরেই থাকবে স্পটলাইট। 

এদিকে পুরো মৌসুমে লা লিগার ফেবারিট কারা সেটাও জানিয়েছে অপ্টার সুপার কম্পিউটার। বার্সেলোনার সম্ভাবনা সেখানে মোটে ৩০.১ শতাংশ। বিপরীতে রিয়াল মাদ্রিদের লিগ শিরোপা জয়ের সম্ভাবনা বলা হচ্ছে ৬৮.৬ শতাংশ।

জেএ