ফুটবল কি ক্রিকেট, নারী বা পুরুষ যেকোনো প্রতিযোগিতায় পাকিস্তান-ভারতের দ্বৈরথ মানেই বাড়তি উত্তেজনা-উন্মাদনা। আজ (বৃহস্পতিবার) কাঠমান্ডুতে সাফ নারী চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে।

এদিন সকালে বাংলাদেশের অনুশীলন ছিল। বিশ্রাম নিয়ে বিকেলে স্টেডিয়ামে সাবিনা খাতুনরা এসেছিলেন পাক-ভারত দ্বৈরথ উপভোগ করতে। বাংলাদেশের আবহাওয়া এখনও গরম। তবে কাঠমান্ডুতে বিকেলের পর থেকেই ঠান্ডা। ফলে গ্যালারিতে মাফলার ও গরম কাপড় পরেই বসতে হয়েছে তাদের।

ম্যাচ দেখতে গেলেও, বাংলাদেশের খেলোয়াড় ও কোচিং স্টাফরা অবশ্য পরিকল্পনার ছকও কষতে বসেছেন। ‘এ’ গ্রুপের তৃতীয় দল বাংলাদেশ। যেখানে ভারত-পাকিস্তান দুই দলকে মোকাবিলা করেই সেমির পথ ধরতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের।

সাফ নারী টুর্নামেন্টে ভারতের প্রাধান্য একচ্ছত্র। তবে আজকের ম্যাচ একেবারে একপাক্ষিক হয়নি। ভারত ৫-২ গোলে জিতলেও পাকিস্তান যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। নারী ফুটবলে পাকিস্তানের এমন পারফরম্যান্স সচরাচর দেখা যায় না। পাকিস্তানের এই দলে প্রবাসী কয়েকজন ফুটবলার রয়েছেন। এতেই মূলত পারফরম্যান্সের উন্নতি হয়েছে। যা বাংলাদেশের জন্যও চিন্তার কারণ। ২০ অক্টোবর বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষেই।

এজেড/এএইচএস