আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে লিবিয়ার উদ্দেশে উড়াল দিয়েছিল নাইজেরিয়া। দেশটিতে নামার পর বিমান বন্দরে আটকা আছেন ফুটবলাররা। ১৬ ঘণ্টার বেশি সময় ধরে লিবিয়ার আল আবরাক বিমানবন্দরে খাবার ও পানি ছাড়া আটকা আছেন নাইজেরিয়ার খেলোয়াড়েরা।

উইলিয়াম ট্রোস্ট-একংয়ের ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতির বর্ণনা করে একাধিক পোস্টের পাশাপাশি বেশ কিছু ছবিও শেয়ার করেছেন নাইজেরিয়ার অধিনায়ক। তাছাড়া উইলফ্রেদ এনদিদি দাবি করেছেন, তাদের ‘জিম্মি’ করা হয়েছে।

উইলিয়াম এক্সে লিখেছেন, ‘আমরা নিজেদের সম্মান করি এবং প্রতিপক্ষকেও সম্মান করি, যখন তারা নাইজেরিয়ায় অতিথি হিসেবে আসে। ভুল হতেই পারে, কিন্তু উদ্দেশ্যপ্রণোদিত কাজের সঙ্গে আন্তর্জাতিক ফুটবলের কোনো সম্পর্ক নেই।’

‘এ ধরনের আচরণের পর তারা পয়েন্ট পাক। আমরা সড়কপথে ভ্রমণ মেনে নেব না, এমনকি নিরাপত্তার স্বার্থেও এটা ঠিক নয়। আমরা ভাবতেও পারছি না, কেমন হোটেল কিংবা খাবার দেওয়া হবে যদি আমরা যাত্রা অব্যাহত রাখি।’-যোগ করেন তিনি।

উইলিয়ামের পোস্ট করা ছবিতে দেখা যায়, ভিক্টর বোনাফাইস, কালভিন বাসেইসহ নাইজেরিয়ার কয়েকজন খেলোয়াড় ক্লান্তিতে ভেঙে পড়েছেন। তাদের কেউ চেয়ারে বসে ঘুমাচ্ছেন, কেউ লম্বা চেয়ারে শুয়ে পড়েছেন। ফুটবলাররা ম্যাচ খেলতে গিয়ে এমন বিড়ম্বনায় পড়ায় ইতোমধ্যেই ম্যাচ বাতিল করেছে নাইজেরিয়া।

নাইজেরিয়া ফুটবল ফেডারেশনের (এনএফএফ) ডিরেক্টর অব কমিউনিকেশনস আদেমোলা ওলাজিরে বলেছেন, ‘খেলোয়াড়েরা ম্যাচে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এনএফএফ কর্তারা তাদের নাইজেরিয়ায় ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করেছে।’ পাশাপাশি বিষয়টি নিয়ে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলকে (সিএএফ) আনুষ্ঠানিক অভিযোগও দিয়েছে এনএফএফ।

এর আগে প্রথম লেগের ম্যাচে নাইজেরিয়ার ঘরের মাঠে তাদের কাছে ১-০ গোলে হারে লিবিয়া। সেই ম্যাচের পর লিবিয়া অভিযোগ করে জানায়, নাইজেরিয়া ভ্রমণে বাজে অভিজ্ঞতার শিকার হতে হয়েছে তাদের। লিবিয়ার অধিনায়ক ফয়সাল আল-বাদরি দাবি করেছেন, এনএফএফ তাদের নির্বিঘ্নে চলাচল করতে দেয়নি। সেই ঘটনার রেশ ধরেই নাইজেরিয়ানদের সঙ্গে এমনটা ঘটতে পারে বলে ধারণা তাদের।

এইচজেএস