ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য সময় রিয়াল মাদ্রিদে কাটিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফলে এই শহরের প্রতি তার বাড়তি টান আছে। তাইতো মাদ্রিদে একটি হোটেল করেছেন সাবেক এই রিয়াল তারকা। সেই হোটেলের কর্মীদের জন্য আকর্ষণীয় সুযোগ-সুবিধার কথা জানালেন রোনালদো।

সবমিলিয়ে মোট ৫টি বিলাস বহুল হোটেলের মালিক রোনালদো। নিজের শহর লিসবন, আমেরিকার নিউ ইয়র্ক, পর্তুগালের ফানচাল, মরক্কোর মারাকেচে ও স্পেনের মাদ্রিদে হোটেল আছে এই পর্তুগিজ তারকার।

একটি ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে যৌথ ভাবে হোটেল ব্যবসায় বিনিয়োগ করেছেন রোনালদো। তবে লিসবন ও মাদ্রিদের হোটেলের ব্যাপারের মূলত সিদ্ধান্ত তিনি নিজেই নেন। এবার মাদ্রিদের হোটেলটিকে আলাদা গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রোনাদো।

সেরা পেশাদার হোটেল কর্মীদের আকৃষ্ট করতে নানা সুযোগ-সুবিধার কথা জানিয়েছেন পর্তুগালের অধিনায়ক। তার মাদ্রিদের হোটেলে কাজ করলে মাসে ২৫ হাজার ইউরো (প্রায় ৩৩ লাখ টাকা) বেতন পাওয়া যাবে। বছরে ৫০ দিন পর্যন্ত ছুটি পাওয়া যাবে। কর্মীদের জন্য জন্মদিনে থাকবে আলাদা বোনাসের ব্যবস্থাও।

এইচজেএস