সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ
সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
গতকালই সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। আজ জানা গেল তাদের প্রতিপক্ষের নামও। ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আজ ‘বি’ গ্রুপের সব ম্যাচ শেষ হওয়ার পর সেমির লাইনআপ চূড়ান্ত হয়।
আজ ‘বি’ গ্রুপে ছিল দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে ৫-১ গোলে শ্রীলঙ্কাকে হারায় পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ভুটানকে ২-১ গোলে হারায় নেপাল। ভুটান নেপালের কাছে হেরে যাওয়ায় পাকিস্তানের শীর্ষস্থান নিশ্চিত হয়েছে।
বিজ্ঞাপন
ভুটানে চলমান সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে কোনো ম্যাচই জেতেনি বাংলাদেশ। ‘এ’ গ্রুপে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ১-০ গোলে হারের পর মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা। এরপর গ্রুপের শেষ ম্যাচে মালদ্বীপ ভারতের কাছে ৩-০ গোলে হেরে যাওয়ায় সেমি নিশ্চিত হয় বাংলাদেশের।
দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ভারত ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন। বাংলাদেশ ও মালদ্বীপের সংগ্রহ ২ ম্যাচে সমান ১ পয়েন্ট করে। কিন্তু মালদ্বীপ ভারতের কাছে ৩-০ গোলে হেরে যাওয়ায় গোল গড়ে (-৩) বাংলাদেশের নিচে নেমে যায়। এই সমীকরণে তিন দলের গ্রুপে রানার্সআপ হয় বাংলাদেশ।
সেমি ফাইনালে আগামী ২৮ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
এইচজেএস