উজবেকিস্তানে বসেছে ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসর। ২৪ দলের এই আসরে অংশগ্রহণ করেছে ব্রাজিলও। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে কিউবাকে রীতিমতো উড়িয়ে দিয়ে দুর্দান্ত শুরু করেছে সেলেসাওরা।

গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় কিউবার মুখোমুখি হয় ব্রাজিল। কিউবাকে ১০-০ গোলে হারায় ব্রাজিল ফুটসাল জাতীয় দল।

শনিবার উজবেকিস্তানের বুখারা ইউনিভার্সাল স্পোর্টস কমপ্লেক্স ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে ব্রাজিল। সেলেসাওদের গোলবন্যার দিনে হ্যাটট্রিক করেছেন মার্সেল ও মারলন। দুই জনেই তিনটি করে গোল করেন। এছাড়া নেগুইনহো, ফেলিপ ভ্যালেরিও, পিটো এবং আর্থার একটি করে গোল করেছেন।

একই ভেন্যুতে আগামী মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত আটটায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ খেলা আগামী ২০ সেপ্টেম্বর থাইল্যান্ডের বিপক্ষে।

গ্রুপ ‘বি’ তে ব্রাজিল, কিউবা ছাড়াও আরও রয়েছে থাইল্যান্ড ও ক্রোয়েশিয়া। এদিন মাঠে নেমেছিল ‘বি’ গ্রুপের বাকি দুই দলও। অপর ম্যাচটিতে থাইল্যান্ডকে ২-১ গোলে হারায় ক্রোয়েশিয়া।

প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রার্নাসআপ দল জায়গা পাবে শেষ ষোলোতে। আগামী ২৬ সেপ্টেম্ব থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা।

এইচজেএস