মেসিকে নিয়ে সুসংবাদ দিলেন মায়ামি কোচ
কোপা আমেরিকার ফাইনালে পাওয়া অ্যাঙ্কলের চোট দুই মাস মাঠের বাইরে রেখেছে লিওনেল মেসিকে। অবশেষে তিনি মাঠে ফিরতে চলেছেন। মেসি ও ইন্টার মায়ামির ভক্তদের এই সুসংবাদ দিয়েছেন কোচ জেরার্দো টাটা মার্টিনো। এমনকি তিনি আর্জেন্টাইন মহাতারকার মাঠে নামার সময়ও জানিয়েছেন।
আগামী রোববার ভোরে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ফিলাডেলফিয়ার মুখোমুখি হবে মায়ামি। সেই ম্যাচ দিয়েই ক্লাবটির জার্সি গায়ে তুলবেন মেসি। পরবর্তী ম্যাচকে সামনে রেখে আজ (শুক্রবার) সংবাদ সম্মেলনে আসেন মায়ামি কোচ মার্টিনো। মেসির খেলা প্রসঙ্গে তিনি বলেন, ‘সে ঠিক আছে, আগামী ম্যাচের জন্য সে অ্যাভেইলেবল। দলীয় অনুশীলন শেষে তার সঙ্গে আমাদের কৌশল নিয়ে কথা বলব।’
বিজ্ঞাপন
এর আগে চোট পুনর্বাসনের মাঝেই ফ্লুতে আক্রান্ত হন মেসি। ফলে তাকে অনুশীলন করতে হয় আলাদাভাবে, এখন তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন বলে জানান মার্টিনো, ‘দুই মাস সে থেমে ছিল, তবে সে এখন সম্পূর্ণভাবে মাঠে ফিরতে প্রস্তুত। এই সময়টা সম্ভবত তার মনে গেঁথে থাকবে, মনে হতো যদি আমি শিকাগোতে খেলতে পারতাম। কিন্তু সেই ম্যাচ থেকে এখন পর্যন্ত ১৫ দিন নিজের মতো অনুশীলন করেছে সে।’
আরও পড়ুন
৩১ আগস্ট শিকাগো ফায়ারের কাছে ৪-১ গোলে হেরেছিল ইন্টার মায়ামি। বোঝাই যায় সেই ম্যাচটিতে দলটি মেসিকে কতটা মিস করেছে। তবে পুরো ফিট হওয়ার আগে তাকে মাঠে নামাতে তাড়াহুড়ো করতে রাজি ছিলেন না বলেও জানান মার্টিনো। এরপর মাঠে ফেরার জন্য প্রস্তুত হতে আরও দুই সপ্তাহ সময় পান এই তারকা ফরোয়ার্ড। এ নিয়ে কোচের কাছ থেকে সাহসও পেয়েছেন বলে জানান মেসি, ‘আমি শিকাগোয় যাইনি যাতে অন্তত ফিলাডেলফিয়া ম্যাচের জন্য প্রস্তুত হতে পারি।’
— ESPN FC (@ESPNFC) September 13, 2024
আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) এখনও ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইন্টার মায়ামি। ইতোমধ্যে তারা টুর্নামেন্টের প্লেঅফও নিশ্চিত করেছে। গত আসরে তারা প্রথমবার এমএলএসের টাইটেল জিতেছিল মেসির হাত ধরে। পিএসজি ছেড়ে ক্লাবটিতে যোগ দিয়ে প্রথমে জিতেছেন লিগস কাপ। এবার মেসিবিহীন দলটি লিগস কাপের শেষ ষোলো থেকেই বিদায় নেয়।
প্রসঙ্গত, গত ১৪ জুলাই শেষবার খেলেছিলেন মেসি, কলম্বিয়ার বিপক্ষে কোপার ফাইনালে তিনি দ্বিতীয়ার্ধের পর চোটে পড়েন। যা তাকে আর মাঠে নামতে দেয়নি, অঝোর ধারায় তিনি কেঁদেছেন ডাগআউটে বসে। পরে পায়ের গোড়ালিও ফুলে যায় ভয়ঙ্করভাবে। এরপর মেসি মাঠের বাইরে থাকার দুই মাসও প্রায় পূর্ণ করেছেন। এর মাঝে আর্জেন্টিনা জাতীয় দলও বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলেছে, প্রথমটিতে চিলির বিপক্ষে বড় জয় পেলেও, হোঁচট খেয়েছে কলম্বিয়ার (২-১) বিপক্ষে। যা চলতি বছরে তাদের প্রথম হার।
এএইচএস