সুপার লিগ খেললে বেরিয়ে যাও সিরি’আ থেকে, জুভেন্তাসকে বললেন তিনি
উয়েফার চোখরাঙানি ছিল আগ থেকেই। এবার নিজেদের ফুটবল ফেডারেশনের পক্ষ থেকেও এল হুমকি। ‘বিদ্রোহী’ ইউরোপিয়ান সুপার লিগ থেকে সরে না এলে আগামী মৌসুমে খেলতে পারবে না সিরি’আ-তে জানিয়েছেন সভাপতি গাব্রিয়েলে গ্রাভিনা।
সুপার লিগে শুরুতে ১২ দল থাকলেও শেষমেশ এখন টিকে আছে ৩ দল, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্তাস। যারা আগে সরে গিয়েছে, তারা ইতোমধ্যেই ক্লাব অঙ্গীকার চুক্তিতে সই করেছে। তবে বের না হওয়া বার্সা, মাদ্রিদ ও জুভেন্তাসের ওপর বেশ চাপই দেওয়া হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে তিনটি ক্লাব। তবে ফিরে না আসার কারণে শাস্তির ব্যবস্থা করছে উয়েফা। যার কারণে তিনটি দল নিষিদ্ধ হতে পারে দুই বছর।
বিজ্ঞাপন
তবে জুভেন্তাসকে বাড়তি চাপে রাখছে দেশটির ফুটবল সংস্থা। ইতালিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি গ্রাভিনা বলেন, ‘নতুন মৌসুমের জন্য সেরি আর চুক্তি করার সময়ের আগে ইউভেন্তুস যদি সুপার লিগ থেকে সরে না আসে, তাহলে তারা বাদ পড়বে। বিষয়টি স্পষ্ট এবং ফেডারেশনের সুনির্দিষ্ট নিয়ম রয়েছে।’ দেশটির নিয়ম অনুযায়ী ফিফা ও উয়েফা ছাড়া অন্য কোনো টুর্নামেন্টে খেলতে পারবে না দলগুলো।
লিগ শিরোপা হাতছাড়ার পর এবার শীর্ষ চার নিয়েই শঙ্কা আছে দলটির। রোববার এসি মিলানের বিপক্ষে দলটি হেরেছে ৩-০ গোলে। পাঁচে চলে গেলে এমনিতেই চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারত না দলটি। তবে উয়েফা ও ইতালি ফুটবলের হুমকি সত্যি হলে চ্যাম্পিয়ন্স লিগ ও সিরি’আতেও খেলা হবে না দলটির।
এনইউ/এটি