বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার পর রংপুরে মৃদু ভূমিকম্প হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটান। বাংলাদেশ ফুটবল দল প্রীতি ম্যাচ খেলতে ভুটানে থাকলেও তারা ভূমিকম্প টেরই পাননি।

বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান থিম্পু থেকে বলেন, ‘ঢাকা থেকে আমার পরিবার ফোন করে জানাল ভুটানে নাকি ভূমিকম্প হয়েছে। আমি সেই রকম কিছু টের পাইনি। ফুটবলাররাও নৈশভোজ শেষে যার যার কক্ষে। তাদের কাছ থেকেও তেমন কিছু শুনিনি।’

প্রথম ম্যাচের গোলদাতা শেখ মোরসালিনও ভূমিকম্প অনুভব করেননি। দলের সঙ্গে থাকা মিডিয়া ম্যানেজার খালিদ মাহমুদ নওমীও টের না পেলেও ঢাকা থেকে শুনেছেন ভুটানে ভূমিকম্পের বিষয়টি।

আন্তর্জাতিক মাধ্যমে প্রাপ্ত খবর অনুযায়ী, ভুটানের রাজধানী থিম্পু থেকে ৬২ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তিস্থল। ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৫। মাটির মাত্র ৫ কিলোমিটার গভীর থেকে ভূমিকম্পের উৎপত্তি।

এজেড/এসএসএইচ