দুই ম্যাচের ফিফা প্রীতি সিরিজ খেলতে বাংলাদেশ ফুটবল দল এখন ভুটানের থিম্পুতে। স্বাগতিক প্রতিপক্ষ ছাড়াও বাংলাদেশের ফুটবলারদের ভাবনায় সেখানকার উচ্চতা, টার্ফ ও কন্ডিশন। সময়ের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন জামালরা। 

আজ (মঙ্গলবার) দ্বিতীয় দিন ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। এই স্টেডিয়ামের মাঠ টার্ফের। অনেকদিন পর বাংলাদেশ দল টার্ফে আন্তর্জাতিক ম্যাচ খেলবে। টার্ফকে কোনো অজুহাত হিসেবে দাঁড় করাতে নারাজ মোরসালিন, ‘টার্ফ দুই দলের জন্যই সমান। আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আগামীকালও অনুশীলন রয়েছে। টার্ফ নিয়ে অজুহাত দেওয়ার সুযোগ নেই।’

ভুটান সমুদ্রপৃষ্ট থেকে খানিকটা উচ্চতায় অবস্থিত। তাই সফরকারী দলের শ্বাসপ্রশ্বাসে সমস্যা হয় প্রথম অনুশীলন সেশনে। দ্বিতীয় দিন অবশ্য অনেকটাই স্বাভাবিক বলে জানালেন আরেক ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম, ‘কাল দম নিতে একটু সমস্যা হচ্ছিল। আজ অবশ্য তেমনটা হয়নি। সমস্যা অনেকটা কাটিয়ে উঠছি।’

দুই ম্যাচের প্রীতি সিরিজে দুটিতেই জয়ের লক্ষ্য বাংলাদেশের। দুই ফরোয়ার্ড তাই এক সুরেই বলছেন, ‘আমরা জয়ের লক্ষ্যেই মাঠে নামব। যদিও আমরা দীর্ঘদিন খেলার বাইরে ছিলাম। এরপরও নিজেদের সেরাটা দিয়ে দুই ম্যাচই জিততে চাই। আপাতত মনোযোগ প্রথম ম্যাচে।’

আগামী ৫ সেপ্টেম্বর প্রথম ও ৮ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভুটান। দুই ম্যাচই চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 

এজেড/এএইচএস