৫ সেপ্টেম্বর ভুটানের থিম্পুতে প্রথম ম্যাচ। ফিফা প্রীতি ম্যাচের ছয় দিন আগে গতকাল থিম্পুতে পৌছায়। আজ বাংলাদেশ ফুটবল দল অনুশীলনের পরিবর্তে পাহাড়ে উঠে উচ্চতার সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করেছে। 

শনিবার সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত বাংলাদেশের ফুটবলাররা ‘হাইকিং’ করেছে। প্রথমবারের মতো হাইকিং করে বেশ রোমাঞ্চিত দলের অন্যতম ডিফেন্ডার  বিশ্বনাথ ঘোষ। বাফুফে প্রেরিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমার জীবনে এটা প্রথম অভিজ্ঞতা, এর আগে কখনও হাইকিং করিনি। আমরা সবাই মজা করেছি। অভিজ্ঞতাটা উপভোগ করেছি। শুরুর দিকে একটু কষ্ট হয়েছে (হাইকিং করতে)। যখন উপরে উঠে গেছি, তখন সবকিছু স্বাভাবিকভাবে করতে পেরেছি।’ 

ফরোয়ার্ড রাকিব হোসেনও একই উচ্ছ্বাস প্রকাশ করেছেন,‌ ‘আমরা পুরো টিম পাহাড়ে হাইকিং করেছি, একটু কষ্ট হয়েছে সবার। কেননা, এখানকার আবহাওয়া আমাদের দেশের চেয়ে (এখন) একটু বেশি গরম… হালকা ঠাণ্ডাও আছে। একটু কষ্ট হয়েছে, কিন্তু আস্তে আস্তে আমরা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিচ্ছি। ভুটানের সঙ্গে ম্যাচ রয়েছে, যত আগে এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারবো, আমাদের জন্য তত ভালো হবে।’

আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে তাদের মাঠে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচ হবে টার্ফে। কাল থেকে মাঠের অনুশীলন শুরু। স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা প্রস্তুতি সম্পর্কে বলেন, ‘আপাতত আমাদের লক্ষ্য সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ও আর্টিফিশিয়াল টার্ফের সঙ্গে মানিয়ে নেওয়া। সব মিলিয়ে চার সেশন পাবো, জিম সেশন হয়েছে সকালে, পুল সেশন রিকভারি, যেগুলো মানিয়ে নেওয়ার জন্য যথেষ্ট হবে বলে আশা করি। উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে হাইকিং করেছি। হাঁটার চেয়ে অনেক বেশি কার্যকরী ট্রেনিং এটা। খুবই ইতিবাচক।’ 

এজেড/জেএ