সেরা ম্যাচ–গোল ও অপছন্দের কোচের নাম বললেন ডি মারিয়া
কোপা আমেরিকার শিরোপা জয়ের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিয়েছেন আর্জেন্টিনার তারকা মিডফিল্ডার আনহেল ডি মারিয়া। দীর্ঘ ক্যারিয়ারের খন্ড কিছু অংশ নিয়ে তিনি সাম্প্রতিক সময়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন। যেখানে নিজের চোখে সেরা ম্যাচ, সেরা গোল, সবচেয়ে বেশি উল্লাসের মুহূর্ত, তিক্ত স্মৃতি এবং পছন্দ-অপছন্দের কোচের বিষয়ে মন্তব্য করেছেন ডি মারিয়া।
সংবাদমাধ্যম স্পোর্টস সেন্টারকে দেওয়া সাক্ষাৎকারে নিজের সেরা ম্যাচের কথা উল্লেখ করে ডি মারিয়া বলেন, ‘ফ্রান্সের বিপক্ষে ফাইনাল (২০২২ বিশ্বকাপ) ম্যাচটি জাতীয় দলের হয়ে আমার চোখে সবচেয়ে সেরা। আমি ম্যাচটি বারবার দেখি এবং ৭০-৭৫ মিনিটের দিকে কী করেছি সেটি এখনও বিশ্বাস হয় না। সেই মুহূর্তও আমি ২-৩ বার দেখেছি।’
বিজ্ঞাপন
পছন্দের গোল– ‘আমার সবচেয়ে পছন্দের ম্যাচটি ফ্রান্সের বিপক্ষে, আর গোল করেছি ইতালির বিপক্ষে (ফিনালিসিমায়)। (জিয়ানলুইজি) দোন্নারুমার বিপক্ষে সেই গোলটি করেছিলাম। দারুণ গতি ছিল, বলতে পারি যে খুবই কম জায়গা পেয়েছিলাম। তবে সে দুর্দান্ত, দর্শনীয়।’
— ESPN Argentina (@ESPNArgentina) August 30, 2024
যে ম্যাচে সবচেয়ে বেশি চিৎকার দিয়ে উল্লাস করেছিলেন ডি মারিয়া– ‘ফ্রান্সের বিপক্ষে আমি ছিলাম দলের একজন, যে সবচেয়ে বেশি চিৎকার করেছে। ব্রাজিলের বিপক্ষেও (২০২১ কোপা আমেরিকার ফাইনালে) আমার উল্লাস ছিল সেরকম, যদিও নিজের গোলটি অফসাইড ছিল কি না সেই সন্দেহ ছিল শুরুতে। আর ফ্রান্সের বিপক্ষে গোলের পর ছিল সবচেয়ে স্বস্তির মুহূর্ত।’
আরও পড়ুন
সবচেয়ে আবেগঘন মুহূর্ত– ‘আমরা যখন ২০২১ কোপা আমেরিকা জিতি, তখন আমাদের অবস্থা ছিল হাফ ছেড়ে বাঁচার মতো। যখন ব্রাজিলের বিপক্ষে আমাদের লক্ষ্য সম্পন্ন করতে পারি, তখন আমি সবচেয়ে বেশি আবেগঘন হয়ে পড়ি। এটি সেই দিন যখন আমি সবচেয়ে বেশি উপভোগ করেছিলাম, কারণ আমরা অবশেষে দেয়াল (শিরোপাখরা কাটানো) ভাঙতে পেরেছি।’
পছন্দের তিন কোচ ও অপছন্দের কোচের প্রসঙ্গে ডি মারিয়ার জবাব, ‘এটি বলা কঠিন, (লিওনেল) স্কালোনি নিশ্চিতভাবেই একজন কিংবদন্তি কোচ। টেকনিক্যাল বডি হিসেবে, কারণ তিনি খেলোয়াড়দের সঙ্গে খুব ভালো সংযুক্ত থাকেন। তিনি অন্যতম সেরা একজন। তারপর আলেজান্দ্রো সাবেলা (আর্জেন্টিনার সাবেক কোচ), যিনি অনেক গোল করেছেন, আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তৃতীয় জন নিয়ে বলা কঠিন, (হোসে) মরিনিয়ো, (কার্লো) আনচেলত্তি এবং সবচেয়ে খারাপ লুই ফন গাল (নেদারল্যান্ডসের সাবেক কোচ), যা নিয়ে আমি নিশ্চয়তা দিতে পারি। এ ব্যাপারে যদি কোনো সন্দেহ থাকে, তার আগেই আমি সেটি প্রত্যাখ্যান করছি (হাসি)।’
এএইচএস