পেলেকে খোঁচা দিয়ে রোনালদো– ‘আমার সব গোলের ভিডিও আছে’

গোলের ক্ষুধা সহসাই যেন ফুরোচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য। স্বীকৃত ফুটবলে করেছেন ৮৯৯ তম গোল। সেই গোলের পর আবার লিখেছেন, এটা কেবলই শুরু। সাফল্যের জন্য বরাবরই মরিয়া রোনালদো এখনই থামতে চাইছেন না, সেটা নিশ্চিত। সামনে ৯০০ গোলের মাইলফলক স্পর্শের হাতছানি। এরপর যেতে চান ১ হাজার গোল পর্যন্ত। 

তবে ১ হাজার গোলের মাইলফলক ধরার ইচ্ছা প্রকাশ করতে গিয়ে ফুটবলের সম্রাটখ্যাত পেলেকে কিছুটা খোঁচা দিতেও ছাড়লেন না পর্তুগিজ সুপারস্টার। পেলের গোল সংখ্যা নিয়ে বিতর্ক থাকলেও রোনালদোর গোল নিয়ে বিতর্ক নেই– এই কথাও নতুন করে স্মরণ করিয়ে দিলেন নিজের ইউটিউব চ্যানেলে। 

‘ইউর ক্রিশ্চিয়ানো’ নামে খোলা নিজের ইউটিউব চ্যানেলে ইংল্যান্ডের কিংবদন্তি ডিফেন্ডার ও ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের সাবেক সতীর্থ ও বন্ধু রিও ফার্ডিনান্ডকে নিয়ে খোলামেলা আলাপে ছিলেন রোনালদো। কথা চলছিল সৌদি প্রো লিগ আর তার নিজের ক্যারিয়ার নিয়ে। সেই প্রসঙ্গেই রোনালদো বললেন, ‘আমি ১০০০ গোল করতে চাই। চোটে না পড়লে এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি এটা চাই। ফুটবলে তাড়া করার জন্য এটাই আমার কাছে সেরা মাইলফলক। প্রথমে ৯০০ গোল, তারপর আমার চ্যালেঞ্জ হলো ১০০০ গোল করা।’

এরপরেই রোনালদো বলে বসেন, ‘তবে একটাই পার্থক্য, আমি যা গোল করেছি তার ভিডিও আছে। তাই আমি প্রমাণ করতে পারব এসব বাস্তব।’ রিও ফার্দিনান্দ এই পর্যায়ে হেসে বলেন, ‘তুমি ডি স্টেফেনোর কথা বলতে চাইছো। পেলে বা ইউসেবিওর কথা বলছো।’ 

রোনালদো জবাবে আরও খানিকটা খোঁচা দেন পেলেকে, ‘আমি তাদের (পেলে, ডি স্টেফানো) সবাইকেই সম্মান করি। আমার গোলগুলো আসলেই গোল হয়েছে। তবে যদি তুমি (ফার্ডিনান্ড) আরও গোল চাও, অনুশীলনেরগুলো যোগ করতে পারো। তারপর হয়তো লোকের কাছে নিজেকে প্রমাণ করতে পারব। তারা এই খেলোয়াড়কে পছন্দ করে নাকি ওই খেলোয়াড়ই সেরা। এটা নিয়ে আমি ভাবি না।’

ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের দাবি ছিল, ক্যারিয়ারে তিনি ১ হাজার ২৬৭ গোল করেছেন। তবে বিতর্কের বিষয়, পেলে অনেকগুলো প্রস্তুতিমূলক ম্যাচের গোলকে স্বীকৃতি দিয়েছেন। সেই সূত্র ধরেই রোনালদোর ভাষ্য, রিও চাইলে অনুশীলনে করা গোল রোনালদোর নামের পাশে যোগ করতে পারেন। 

সৌদি প্রো লিগ নিয়ে রোনালদো বলেছেন, ‘কোনো দেশই নিখুঁত নয়। আমার জন্য মানিয়ে নেওয়াটা সহজ ছিল এবং আমি সত্যিই সেখানে থাকতে ভালোবাসি। আমার মনে হয় লিগ খুব খুব ভালো।’

জেএ