ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ
বাংলাদেশের আংশিক দল ঘোষণা
সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ ফুটবল দল ভুটানে দুটি প্রীতি ম্যাচ খেলবে। আসন্ন দুই ম্যাচের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ ১৪ জন ফুটবলারের নাম ঘোষণা করেছেন। পরবর্তীতে আগামী ৩০ আগস্ট থিম্পুতে রওনা হওয়ার আগেরদিন বাকি নয়জনের নাম ঘোষণা করা হবে।
আজ (শনিবার) দুপুরে বাফুফে ভবনে সেপ্টেম্বর উইন্ডো নিয়ে স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাববেরা ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার সংবাদ মাধ্যমে কথা বলেন। যদিও বাফুফের মিডিয়া বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানায়নি। ফলে অনেকেই উপস্থিত হতে পারেননি সেখানে। জাতীয় দল ঘোষণা ও কর্মকাণ্ড নিয়ে বাফুফের এমন অপেশাদারিত্ব ও লুকোচুরি নতুন কিছু নয়। কিছুদিন আগে জাতীয় দল ঘোষণায় লুকোচুরি নিয়ে নেতিবাচক সংবাদ হলেও বাফুফে সেখান থেকে শিক্ষা নেয়নি।
বিজ্ঞাপন
সেপ্টেম্বর উইন্ডোতে দল ঘোষণা নিয়ে হ্যাভিয়ের ক্যাবরেরা উপস্থিত সংবাদকর্মীদের এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। তিনি আংশিক দল ঘোষণা সম্পর্কে বলেন, ‘২৭ আগস্ট ১৪ জন অনুশীলন শুরু করবে। বসুন্ধরা কিংস ও অনূর্ধ্ব-২০ স্কোয়াড থেকে আসবে বাকিরা। দেশ ছাড়ার আগেরদিন পূর্ণাঙ্গ দল দিতে পারব।’
আরও পড়ুন
প্রীতি ম্যাচে সাধারণত বাফুফে ২৮-৩০ জন ফুটবলার নেয়। এবার একেবারে চূড়ান্ত ২৩ জন নিয়েই রওনা হচ্ছে। প্রীতি ম্যাচে নতুন ফুটবলার ও উঠতিরা নতুন মুখ হিসেবে জায়গা পান। এবার একেবারে ২৩ জন নিয়েই রওনা হওয়ার পেছনের নেপথ্য কারণ বাফুফের আর্থিক সংকট।
আন্তর্জাতিক টুর্নামেন্ট ও দ্বিপাক্ষিক সিরিজে সাধারণত তিনদিন আগে স্বাগতিক দল অতিথি দলকে আতিথেয়তা দেয়। ৫ আগস্ট ম্যাচ হলেও বাংলাদেশ ৩০ আগস্ট থিম্পু যাচ্ছে। এর কারণ সম্পর্কে কোচ বলেন, ‘থিম্পুতে উচ্চতা একটা বিষয়। উচ্চতার সঙ্গে মানিয়ে নিতেই আগেভাগে যাওয়া।’
৫ ও ৮ আগস্ট ভুটানের বিপক্ষে দুই ম্যাচ। এই দুই ম্যাচ নিয়ে কোচের মন্তব্য, ‘এশিয়ান কাপ বাছাইয়ের আগে আমাদের এই দুটি ম্যাচ গুরুত্বপূর্ণ। নিজেদের সেরাটাই দিতে চাই।’ ভুটানে গিয়ে মূল ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা নেই। ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ‘সেখানে লিগ চলছে। লিগের বিরতির মধ্যেই ভুটান ম্যাচ খেলবে। তারপরও আমরা চেষ্টা করব সেখানে গিয়ে কোনো প্রস্তুতি ম্যাচ খেলা যায় কি না।’
বাংলাদেশের ১৪ জনের আংশিক দল
তিন গোলকিপার– মিতুল মার্মা, মোহাম্মদ সুজন হোসেন ও পাপ্পু হোসেন
চার ডিফেন্ডার– মেহেদী হাসান, রহমত মিয়া, ইসা ফয়সাল ও শাকিল হোসেন
চার মিডফিল্ডার– মোহাম্মদ হৃদয়, দিদারুল আলম, সৈয়দ কাজেম কিরমারি, জামাল ভূঁইয়া, জায়েদ আহমেদ
দুই ফরোয়ার্ড– শাহরিয়ার ইমন ও আরমান ফয়সাল আকাশ
এজেড/এএইচএস