ফ্লেরেন্তিনো পেরেজ রিয়াল মাদ্রিদের দায়িত্বে আসার পর থেকে দুবার তৈরি করেছেন গ্যালাক্টিকো ইলাভেন। চলতি মৌসুমে কিলিয়ান এমবাপেকে নিয়ে এসে আরও একবার গ্যালাক্টিকো দল পূর্ণ করেছেন। রদ্রিগো গোজ, ভিনিসিয়ুস জুনিয়র, জ্যুড বেলিংহাম, অরেলিন চুয়ামেনি, এদুয়ার্দো কামাভিঙ্গা, ফেদে ভালভার্দে— ফুটবলের আগামী দিনগুলোতে রিয়াল যেন রাজত্ব করার জন্য একেবারেই তৈরি।

কিন্তু তারকায় ঠাসা এই দলটাই মৌসুমের প্রথম ম্যাচে খেল হোঁচট। গেল মৌসুমে ১৫তম স্থানে থাকা মায়োর্কার বিপক্ষে জয় নিয়েই ফেরা হলো না রিয়াল মাদ্রিদের। ১ লালকার্ড হজমের ম্যাচে ১-১ গোলে ড্র করেছে তারা। রদ্রিগো করেছেন চলতি মৌসুমে রিয়ালের প্রথম গোল।

ম্যাচ শেষে নিজেদের পারফরম্যান্স নিয়ে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘আমরা এগিয়ে গিয়েছিলাম এবং সুযোগও পেয়েছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধে ভারসাম্য হারিয়ে ফেলি। এই ম্যাচটা ভালো ছিল না। এই ম্যাচ পরিষ্কারভাবে দেখায়, রক্ষণে আমাদের আরও ভালো করতে হবে। আর মাঠেও আমাদের আরও ভালো ভারসাম্য পেতে হবে।’

দলের পারফরম্যান্সে হতাশ আনচেলত্তি অবশ্য এই ম্যাচ থেকে শিক্ষাও নিতে চান, ‘আমাদের আরও ভালো করতে হবে। এই ম্যাচে আমাদের শেখার মতো অনেক কিছু আছে। এটি এমন একটি ম্যাচ, যা পরিষ্কারভাবে দেখায় যে কোথায় আমাদের ভুল ছিল। রক্ষণের দিক থেকে মায়োর্কা আমাদের চেয়ে ভালো ছিল।’

এইচজেএস