ইউরোপের শীর্ষ ৫ লিগের মধ্যে ৩টি লিগই মাঠে গড়িয়েছে এরমাঝে। ইংলিশ প্রিমিয়ার লিগ, ফ্রেঞ্চ লিগ ওয়ান এবং স্প্যানিশ লা লিগার দলগুলো এরইমাঝে নিজেদের দলকে গুছিয়ে নিয়েছে। শনিবার রাত থেকেই মাঠে গড়াবে ইতালিয়ান সিরি’আ এর লড়াই। জার্মান বুন্দেসলিগা শুরু হতে অবশ্য বাকি আছে পুরো একটি সপ্তাহ। 

ইউরোপের শীর্ষ ৫ লিগের দলগুলোর সবাই যখন নতুন মৌসুমে নিজেদের স্কোয়াডের শক্তিমত্তা বাড়াতে ব্যস্ত, তখন লিভারপুলের অবস্থা পুরোপুরি ভিন্ন। চলতি মৌসুম দিয়েই অলরেডদের ডাগআউটে আসছেন ডাচ কোচ আর্নে স্লট। কিন্তু নতুন মৌসুমে এখন পর্যন্ত কোনো খেলোয়াড়ই দলে ভেড়ায়নি ১৯ বারের ইংলিশ লিগ চ্যাম্পিয়নরা। 

লিভারপুলের সবশেষ কোচ ইউর্গেন ক্লপ নিঃসন্দেহে ক্লাবটির কিংবদন্তি হয়েই বিদায় নিয়েছেন। ৯ বছরে পেয়েছেন ক্লাব ফুটবলের সম্ভাব্য সব শিরোপা। যাওয়ার আগেই দলকে অবশ্য পরের দিনগুলোর তৈরি করে গিয়েছেন অনেকটা। অনেকেই ক্লপের শেষ মৌসুমের দল দেখে মন্তব্য করেছিলেন এটাই লিভারপুল ২.০। নতুন মৌসুমে ক্লপের সেই ধারাকেই ধরে রাখতে চান আর্নে স্লট। 

প্রাক-মৌসুমেও দেখা গিয়েছে স্লটের ম্যাজিক। আর্সেনাল এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দুই চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে জয় পেয়েছে অলরেডরা। দল ছেড়ে গিয়েছেন অনেকেই। মাঝমাঠে থিয়াগো আলকান্তারা তো ফুটবলকেই বিদায় বলেছেন। তরুণ ফাবিও কারভালহো গিয়েছেন ফুলহ্যামে। জোয়েল মাতিপ লম্বা সময় অ্যানফিল্ডে থাকার পর ক্লাব ছেড়েছেন গত মৌসুমে। 

তবে ক্লপ নিজের বিদায়ের আগেই ক্লাবকে দিয়েছেন শক্ত ভিত। ডমিনিক সবোস্লাই, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লুইস দিয়াজ, রায়ান গ্রাভেনবার্গ, ডারউইন নুনিয়েজরা তৈরি হয়েছেন লিভারপুলের পরের প্রজন্মের জন্য। আগে থেকেই আছেন অ্যালিসন বেকার, অ্যান্ডি রবার্টসন, ভার্জিল ভ্যান ডাইক, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, মোহাম্মদ সালাহর মতো তারকারা। 

এরপরেও চলতি দলবদলে একেবারেই যে নিষ্ক্রিয় ছিল লিভারপুল এমনটাও বলা চলে না। স্পেনের ইউরোজয়ী দলের হোল্ডিং মিডফিল্ডার মার্টিন জুবিমেন্ডিকে পেতে মুখিয়ে ছিল মার্সেসাইডের ক্লাবটি। কিন্তু, জুবিমেন্ডি এখনই নিজের ক্লাব রিয়াল সোসিয়েদাদ ছাড়তে নারাজ। তার বাই-আউট ক্লজের পুরো অর্থ দিতে চেয়েও তাই হতাশ হতে হয়েছে লিভারপুলকে। 

অ্যান্থনি গর্ডনকে মোহাম্মদ সালাহ এর বিকল্প হিসেবে ভাবা হয়েছিল লিভারপুলের জন্য। আতালান্তা থেকে মার্টিন কুপমেইনার্সের অ্যানফিল্ডে আসার গুঞ্জনও জোরেশোরে শোনা গিয়েছিল মৌসুম শুরুর আগেই। কিন্তু শেষ পর্যন্ত কাউকেই আর পাওয়া যায়নি লিভারপুলের স্কোয়াডে। নতুন মৌসুমের প্রথম ম্যাচটাও (এই প্রতিবেদন লেখার সময়ে) খেলছে লিভারপুল। 

আর্নে স্লটের সামনে অবশ্য এখনো সময় আছে নতুন সাইনিং করার। কিন্তু প্রাক মৌসুমে নিজের ছেলেদের বাজিয়ে দেখেছেন স্লট। তাতে ফলাফল এসেছে দুর্দান্ত। শেষ পর্যন্ত তাই হয়ত ক্লপের রেখে যাওয়া লিভারপুল ২.০ এর স্কোয়াডের ওপর বাজি রেখেই শিরোপার লড়াইয়ে পুরোটা সময় লড়বেন আর্নে স্লট। 

জেএ