১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। স্বাধীনতার সাত মাস পর ১৫ জুলাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্ম। দীর্ঘদিন পর বাফুফে নিজেদের জন্মদিন স্মরণ করেছে। বাফুফের ফেসবুক পেজে জন্মদিন সংক্রান্ত একটি পোস্ট দেওয়া হয়েছে। 

২০২২ সালে বাফুফের ৫০ বছর পূর্তি হয়। বিশেষ এই ক্ষণ অবশ্য বাফুফে কোনো উদযাপন তো করেই-নি একটু স্মরণও করেনি। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অনেক ইতিহাসের সঙ্গে জড়িত বাফুফে। ফুটবল ও ফুটবলারদের নানা ঘটনা নিয়ে বাফুফে ৫০ বছর পূর্তি উদযাপনের দারুণ মুহূর্ত মিস করেছে। আজ আকস্মিকভাবে যেন বাফুফের শুভবুদ্ধির উদয় হয়েছে।

তথ্য-প্রযুক্তির আধুনিয়াকনে এখন অনেক কিছুই ফেসবুক পেজ ও ওয়েবসাইট নির্ভর। বাফুফের ওয়েবসাইট ঘুমিয়ে দীর্ঘদিন ধরেই। সাম্প্রতিক সময়ে অবশ্য ফেসবুক পেজ পেশাদারিত্বের সঙ্গে চলছে।

সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের আমলে ফেসবুক পেজে ফুটবলপ্রেমীদের মন্তব্য করার সুযোগ ছিল না। এখন অবশ্য বাফুফের পেজে যে কোনো পোস্টে যে কেউ মন্তব্য করছে। 

এজেড/এইচজেএস