টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ দলের ক্রিকেটাররা দেশে ফিরেছিল আগেই। এরপর কয়েকজন ক্রিকেটার গিয়েছেন বিদেশি লিগ খেলতে। তবে বিশ্বকাপের ব্যর্থতার কথা সহজেই ভোলা হয়নি ক্রিকেট ভক্তদের। সবশেষ সেই বিশ্বকাপে বাংলাদেশে দলের পারফরম্যান্স রিপোর্ট হাতে পেয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দেওয়া রিপোর্ট এখনো পাননি বিসিবি বস। রিপোর্ট পেয়েছেন কোচ এবং টিম ম্যানেজারের। 

গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলছিলেন, ‘প্রথম কথা হচ্ছে ক্যাপ্টেনের কোন রিপোর্ট আমি পাইনি। সুতরাং রিপোর্ট এখনো পর্যন্ত আমি পাইনি, দিস ইস নাম্বার ওয়ান। আমি ম্যানেজারের রিপোর্টটা পেয়েছি এবং খুব সম্ভবত গতকালকে একটা বড় রিপোর্ট এসেছে কোচের। ওটা এখনো আমার দেখা হয়নি, ওটা আজকে দেখা শুরু করব, সো এই দুইটা জানি৷’ 

 

অধিনায়ক শান্তর রিপোর্ট না পেলেও তার সাথে কথা হয়েছে বলে নিশ্চিত করে পাপন বলছিলেন, ‘ক্যাপ্টেনের সাথে আমার কথা হয়েছে আলাপ হয়েছে।’ তবে রিপোর্টে কি আছে বা কি কথা হয়েছে বলেননি পাপন, ‘আমি সবগুলো না পড়ে এবং বোর্ডের সাথে আলাপ না করে আমি বাইরে বলতে পারব না এটা। অধিনায়কের সাথে যেটা কথা হয়েছে সে বলেছে কোন সমস্যা নেই।’ 

সাংবাদিকরা অধিনায়কের প্রতিবেদন নিয়ে প্রশ্ন করলে পাপন বলেন, ‘আপনারা যে বলছেন এটার সাথে কোন মিল নেই দিস ইজ নাম্বার ওয়ান। আপনারা কিসের ভিত্তিতে বলছেন আমি জানিনা এরকম কোন কথাই বলে নাই৷ দুইটা রিপোর্ট এসেছে একটা টিম ম্যানেজারের পক্ষ থেকে আরেকটা কোচের।’

এসএইচ/জেএ