কোপা আমেরিকায় এখনও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পারেনি ব্রাজিল। আগামীকাল (বুধবার) বাংলাদেশ সময় সকাল ৭টায় গ্রুপপর্বের শেষ ম্যাচে তারা দারুণ ফর্মে থাকা কলম্বিয়ার মুখোমুখি হবে। কোয়ার্টারে উঠতে হতে এই ম্যাচটিতে অন্তত ড্র করতে হবে সেলেসাওদের। গ্রুপসেরা হতে হলে জয়ের বিকল্প নেই। অন্যদিকে, কলম্বিয়ার কাছে হেরে গেলে ব্রাজিলকে কোস্টারিকা-প্যারাগুয়ে ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে।

যখন এমন সমীকরণে চোখ রেখেছে ব্রাজিল, তখন আরেকটি বিষয় নিয়েও ভাবতে হচ্ছে কোচ দরিভাল জুনিয়রকে। আগের ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়েছিল ব্রাজিল। কিন্তু ম্যাচটিতে বড় চার তারকা হলুদ কার্ড দেখেছিলেন। ফলে কলম্বিয়া ম্যাচেও যদি তারা হলুদ কার্ড দেখেন, তাহলে কোয়ার্টারে তাদেরকে ছাড়াই নয়বারের কোপা চ্যাম্পিয়নদের মাঠে নামতে হবে। 

আগের ম্যাচে জোড়া গোল করেছিলেন তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। তবে তিনি হলুদ কার্ড দেখেন প্যারাগুয়ে ফুটবলারকে ফাউল করে। একইভাবে হলুদ কার্ড দেখেছেন এডার মিলিটাও, ভেন্ডেল ও লুকাস পাকেতা। ফলে তাদেরকে কালকের ম্যাচে শুরু থেকেই খেলানো হবে কি না এমন প্রশ্ন করা হয় ব্রাজিল কোচ দরিভালকে। এ নিয়ে তিনি সুস্পষ্ট কোনো ইঙ্গিত দেননি। তবে আপাতত ম্যাচটি জেতার দিকেই পুরো মনোযোগ দরিভালের, এজন্য সেরা একাদশ নিয়েই মাঠে নামার কথা জানিয়েছেন।

দরিভাল বলেন, ‘ম্যাচের পরিস্থিতির ওপর সেটি (একাদশে পরিবর্তন) নির্ভর করছে। আমরা কলম্বিয়া দল নিয়ে অনেক পর্যালোচনা করেছি। তার দারুণ এক দল এবং ধারাবাহিকভাবে ভালো খেলে আসছে, ফলে ফলাফলও তাদের পক্ষে থাকছে। বিশ্বের সেরা ক্লাবে খেলে এমন ফুটবলার কলম্বিয়া দলে অনেক আছে, এমন দক্ষতাসম্পন্ন ফুটবলারদের অবশ্যই সম্মান দিতে হবে। আমরাও আমাদের সম্ভাব্য সেরা লাইনআপ নিয়ে তাদের বিপক্ষে নামব।’

সে কারণে খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় পড়ার ঝুঁকি নিয়ে না ভেবে জয়ের দিকেই পুরো মনোযোগ ব্রাজিল কোচের, ‘এখন নির্দিষ্টভাবে কাউকে নিয়ে ভাবার সময় নেই। অর্থাৎ আমরা সবচেয়ে ভালো ফলাফলটা চাই, যাতে করে গ্রুপসেরা হয়ে এই প্রতিযোগিতায় টিকে থাকতে পারি। তারাও (ফুটবলার) বিষয়টি (হলুদ কার্ড) নিয়ে ভাবছে না, আমরা সেরা ফরমেশন খেলাব, নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের অবস্থান সে কারণে গুরুত্বপূর্ণ নয়। আমরা সেরাটা খেলতে চাই, যেন ফলাফলও আমাদের পক্ষেই থাকে।’

‘ডি’ গ্রুপ থেকে প্রথম দুই জয় নিয়ে গ্রুপের শীর্ষে আছে কলম্বিয়া। গ্রুপসেরা হতে চাইলে কালকের ম্যাচে তাদের ড্র করলেও চলবে। সবমিলিয়ে ২৫ ম্যাচে অপরাজিত হামেস রদ্রিগেজ ও লুইস দিয়াজদের সমন্বয়ে গড়া কলম্বিয়া দল। তাদের নিয়ে তাই প্রশংসা করতে ভুললেন না ব্রাজিল কোচ দরিভাল, ‘আমার মতে কলম্বিয়ার সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে সেরা প্রজন্ম এখন খেলছে। যারা বিশ্বের বড় ক্লাবগুলোতে খেলছে এবং কেউ কেউ আমাদের দেশেও (ব্রাজিলিয়ান ক্লাব) খেলে। আমার সন্দেহ নেই যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ হতে যাচ্ছে, উভয়দিক থেকে সমান প্রচেষ্টা থাকবে বলে আমি বিশ্বাস করি।’

এএইচএস